লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo Y300 Pro Plus Price: 7300mah ব্যাটারি নিয়ে মার্চেই আসছে Vivo Y300 Pro+, লঞ্চের আগেই দাম ফাঁস হল | Vivo Y300 Pro Plus 31 March Launch Date

Published on:

সুমন পাত্র, কলকাতা: Vivo তাদের Y300 সিরিজকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে। কারণ গত বছর এই লাইনআপের অধীনে Y300 এবং Y300 … Read more

সুমন পাত্র, কলকাতা: Vivo তাদের Y300 সিরিজকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে। কারণ গত বছর এই লাইনআপের অধীনে Y300 এবং Y300 Pro আত্মপ্রকাশ করেছে। আবার সম্প্রতি সংস্থা Y300i নামে আরও একটি স্মার্টফোন এনেছে। তবে এখানেই শেষ নয়, ব্র্যান্ডটি আরও মডেল যুক্ত করার পরিকল্পনা করছে। আসন্ন মডেল দুটি হল Y300 Pro+ এবং Y300 GT। এর মধ্যে প্রথম ফোনটি ৩১ মার্চ লঞ্চ হবে জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই, এখন Vivo Y300 Pro+ এর দাম, কালার অপশন, ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।

READ MORE:  Oppo Find X8s Design: Apple-এর থেকেও হালকা, পাতলা ফোন আনছে Oppo, ফিচার্সে বিরাট চমক | Oppo Find X8s Launch Date

Vivo Y300 Pro+ স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো ওয়াই৩০০ প্রো+ ৬.৭৭ ইঞ্চি কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন (২৩৯২x১০৮০ পিক্সেল) অফার করবে। ফটোগ্রাফির জন্য, পিছনে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে। আর সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করাা হচ্ছে। ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  Realme C75 থেকে Infinix Note 50x 5G, মার্চ মাসের শেষ‌ সপ্তাহে লঞ্চ হচ্ছে এই ধামাকা ফোনগুলি | Top Upcoming Smartphones in India in March 2025

স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৭এস জেন৩ চিপসেট দ্বারা চালিত। এটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ও ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। সফটওয়্যারের দিক থেকে, ওয়াই৩০০ প্রো+ অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে এবং এর উপরে থাকবে অরিজিনওএস ৫। নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ফোনটির ওজন হবে ১৯৯ গ্রাম।

Vivo Y300 Pro+ দাম

ফোনটির বেস ৮ জিবি + ১২৮ জিবি মেমরি অপশনের দাম চীনে ১৭৯৯ ইউয়ান থেকে শুরু হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১৩০০ টাকা। তবে সংস্থা অফিসিয়ালি এই মূল্য নিশ্চিত করেনি। এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে: সিম্পল ব্ল্যাক, স্টারি সিলভার এবং মাইক্রো পিঙ্ক। উল্লেখ্য, ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউ ১১ এপ্রিল ভারতে iQOO Z10 লঞ্চ করবে। এতে Y300 Pro+ এর মতো ৭,৩০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে। ফলে Z10 এদেশে Y300 Pro+ এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

READ MORE:  নজর ফেরাতে পারবেন না, Vivo V50 হবে 6000mAh ব্যাটারি ও 3D স্টার প্রযুক্তির সবচেয়ে পাতলা ফোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.