Vivo Y300 Pro Plus Price: 7300mah ব্যাটারি নিয়ে মার্চেই আসছে Vivo Y300 Pro+, লঞ্চের আগেই দাম ফাঁস হল | Vivo Y300 Pro Plus 31 March Launch Date
সুমন পাত্র, কলকাতা: Vivo তাদের Y300 সিরিজকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে। কারণ গত বছর এই লাইনআপের অধীনে Y300 এবং Y300 … Read more
সুমন পাত্র, কলকাতা: Vivo তাদের Y300 সিরিজকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে। কারণ গত বছর এই লাইনআপের অধীনে Y300 এবং Y300 Pro আত্মপ্রকাশ করেছে। আবার সম্প্রতি সংস্থা Y300i নামে আরও একটি স্মার্টফোন এনেছে। তবে এখানেই শেষ নয়, ব্র্যান্ডটি আরও মডেল যুক্ত করার পরিকল্পনা করছে। আসন্ন মডেল দুটি হল Y300 Pro+ এবং Y300 GT। এর মধ্যে প্রথম ফোনটি ৩১ মার্চ লঞ্চ হবে জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই, এখন Vivo Y300 Pro+ এর দাম, কালার অপশন, ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।
ভিভো ওয়াই৩০০ প্রো+ ৬.৭৭ ইঞ্চি কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন (২৩৯২x১০৮০ পিক্সেল) অফার করবে। ফটোগ্রাফির জন্য, পিছনে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে। আর সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করাা হচ্ছে। ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৭এস জেন৩ চিপসেট দ্বারা চালিত। এটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ও ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। সফটওয়্যারের দিক থেকে, ওয়াই৩০০ প্রো+ অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে এবং এর উপরে থাকবে অরিজিনওএস ৫। নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ফোনটির ওজন হবে ১৯৯ গ্রাম।
ফোনটির বেস ৮ জিবি + ১২৮ জিবি মেমরি অপশনের দাম চীনে ১৭৯৯ ইউয়ান থেকে শুরু হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১৩০০ টাকা। তবে সংস্থা অফিসিয়ালি এই মূল্য নিশ্চিত করেনি। এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে: সিম্পল ব্ল্যাক, স্টারি সিলভার এবং মাইক্রো পিঙ্ক। উল্লেখ্য, ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউ ১১ এপ্রিল ভারতে iQOO Z10 লঞ্চ করবে। এতে Y300 Pro+ এর মতো ৭,৩০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে। ফলে Z10 এদেশে Y300 Pro+ এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
নতুন অর্থবছর শুরুর আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল, যা সমস্ত…
This website uses cookies.