Vivo Y300i এই মাসেই বাজারে ঝড় তুলতে আসছে, ৬৫০০mAh ব্যাটারি সহ থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Vivo Y300i Launch Date

ভিভো নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই ফোনের নাম Vivo Y300i। যদিও এখনও এর লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি এই আপকামিং ফোনটি চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরিতে তালিকাভুক্ত হয়েছে। এখান থেকে Vivo Y300i এর স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চ ডেট সম্পর্কে জানা গেছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Vivo Y300i এই স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসতে পারে

জানা গেছে, চীনে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে ভিভো ওয়াই৩০০আই। এগুলি হল ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এর দাম শুরু হতে পারে ১৪৯৯ ইউয়ান (প্রায় ১৮ হাজার টাকা) থেকে। ফোনটি জেড ব্ল্যাক, রাইম ব্লু এবং টাইটানিয়াম কালারে আসবে।ভিভো ওয়াই৩০০আই আগামী ১৪ মার্চ চীনে লঞ্চ হতে চলেছে।

READ MORE:  iPhone 13 Discount: অ্যান্ড্রয়েডের দামে আইফোন, ১৯ হাজার টাকা ডিসকাউন্টে iPhone 13, ধামাকা অফার | Iphone 13 under rs 20000 in Amazon

Vivo Y300i এর ফিচার এবং স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩০০আই ফোনে ১৬০৮ x ৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৮ ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। 3C সার্টিফিকেশন অনুযায়ী স্মার্টফোনটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে এনএফসি সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

READ MORE:  Vivo V50e India Price: দুর্দান্ত ক্যামেরায় মন জিততে আসছে Vivo V50e, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল | Vivo V50e Launch Timeline

Vivo Y39 5G এর রিব্র্যান্ডেড ভার্সন

রিপোর্ট অনুযায়ী, ভিভো ওয়াই৩০০আই স্মার্টফোনটি মালয়েশিয়ায় সম্প্রতি লঞ্চ হওয়া ভিভো ওয়াই৩৯-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। উভয় ফোনের স্পেসিফিকেশন মূলত একই রকম থাকবে, শুধুমাত্র সামনের ক্যামেরায় পার্থক্য দেখা যাবে। ওয়াই৩৯ ৫জি ডিভাইসে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া ওয়াই৩০০ আই মডেলে এনএফসি এবং আইআর ব্লাস্টারের মতো ফিচার থাকতে পারে, যা ওয়াই৩৯ ৫জি তে অনুপস্থিত।

READ MORE:  বাজেট ৮ থেকে ৯ হাজার টাকা, দুর্দান্ত ক্যামেরা ও ফিচারের এই দুই ফোন আপনার জন্য

Scroll to Top