Vivo Y300i: 6500 এমএএইচ ব্যাটারি নিয়ে 14 মার্চ লঞ্চ হচ্ছে ভিভোর নতুন ফোন, প্রকাশ্যে এল দাম | Vivo Y300i Launch Date

বর্তমানে Vivo Y300 সিরিজের অধীনে একাধিক মডেল বিশ্বজুড়ে কিনতে পাওয়া যাচ্ছে। Y300 5G ভারত এবং চীন উভয় দেশেই আলাদা স্পেসিফিকেশন ও ডিজাইনের সাথে পাওয়া যায়। আবার Y300 Plus এবং Y300 Pro নামে আরও দুই স্মার্টফোন এনেছে সংস্থা। এবার এই সিরিজের নতুন মডেল হিসাবে Y300i লঞ্চের ঘোষণা হল। Vivo Y300i চীনে ১৪ই মার্চ আত্মপ্রকাশ করবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফে।

ভিভো এখনও কিছু না বললেও, চীনা টেলিকম ওয়েবসাইট থেকে Vivo Y300i-এর স্পেসিফিকেশন এবং ডিজাইন ফাঁস হয়েছে। পাশাপাশি দামের একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। এটি গত বছর এপ্রিলে লঞ্চ হওয়া Y200i মডেলটির উত্তরসূরী হিসাবে বাজারে আসছে। পূর্বসূরীর তুলনায় একাধিক ডিপার্টমেন্টে আপগ্রেড লক্ষ্য করা যাবে।

READ MORE:  Vivo X200 Pro 5G: বিশ্বের সেরা ক্যামেরা ফোন, ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Vivo X200 Pro 5G স্মার্টফোন সবচেয়ে কম দামে | Vivo X200 Pro 5G Discount Offer

Vivo Y300i: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

চীনা টেলিকমের লিস্টিং থেকে জানা গিয়েছে ভিভো ওয়াই৩০০আই এইচডি+ রেজোলিউশন সাপোর্ট সহ ৬.৬৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে প্যানেলের সঙ্গে আসবে। এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে বলে আশা করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে এবং ৪৪ ওয়াট দ্রুত চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসবে।

READ MORE:  সেরা ক্যামেরার ভিভো ভি৫০ ফোনের দাম কত পড়বে? লঞ্চের আগেই ফাঁস

ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই৩০০আই ফোনে ৫০ মেগাপিক্সে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য সামনের দিকে একটি ৫ বা ৮ মেগাপিক্সেল ক্যামেরা মিলতে পারে। এছাড়া, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এনএফসি সাপোর্ট এবং ইনফ্রারেড ব্লাস্টারের মতো বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা হচ্ছে।

Vivo Y300i: দাম (সম্ভাব্য)

ভিভোর এই ফোন একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে৷ বেস ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ১,৪৯৯ ইউয়ান থেকে শুরু হবে বলে দাবি করা হয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,০০০ টাকা। ডিভাইসটি ইঙ্ক জেড ব্ল্যাক, রাইম ব্লু এবং টাইটানিয়াম কালার অপশনে উপলব্ধ হবে। Vivo Y200i ভারতে লঞ্চ হয়নি তাই Y300i এ দেশে আসার সম্ভাবনা কম।

READ MORE:  Vivo X200 Ultra Camera: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে ঝড় তুলবে Vivo X200 Ultra, কবে লঞ্চ হবে | Vivo X200 Ultra Launch Timeline