Vivo Y300i Launched: ২০ হাজার টাকার কমে মারকাটারি ফিচার সহ লঞ্চ হল Vivo Y300i, রয়েছে ২৪ জিবি পর্যন্ত র্যাম | Vivo Y300i Price
ভিভো বাজারে আনলো তাদের নতুন ফোন Vivo Y300i। এটি তিনটি ভ্যারিয়েন্টে এসেছে – ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। চীনে এর বিক্রি শুরু হবে ১৪ মার্চ থেকে। Vivo Y300i এর দাম শুরু হয়েছে ১৪৯৯ ইউয়ান (প্রায় ১৮ হাজার টাকা) থেকে। এতে আছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার। চলুন এর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভিভো ওয়াই৩০০আই ফোনে ১৬০৮x৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৮-ইঞ্চি HD+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ সহ পাওয়া যাবে।
এই ডিভাইসে ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই৩০০আই ফোনে এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Vivo Y300i হ্যান্ডসেটে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। অপারেটিং সিস্টেমের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। কানেক্টিভিটির জন্য, এতে ৫জি এসএ / এনএসএ, ডুয়াল ৪জি ভোল্টি, ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি টাইপ-সি এবং এনএফসির মতো ফিচার আছে। সাউন্ডের জন্য এই ফোনে স্টেরিও স্পিকারও আছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: আজ অক্ষয় তৃতীয়া। আর আজ থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলে শুরু হচ্ছে…
Samsung এর জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S24 Ultra বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ। Amazon Great Summer…
আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করা একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ এটি বিভিন্ন সরকারি পরিষেবা ও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সিন্ধু যুদ্ধ জয়! স্বাধীনতার পাশাপাশি গড়ে উঠল সিন্ধু জল (Indus River)…
সহেলি মিত্র, কলকাতা: হু হু করে বাড়ছে জিনিসের দাম। এদিকে মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রাণ…
সহেলি মিত্র, কলকাতাঃ প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মী এখন একটা জিনিসের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন। আর…
This website uses cookies.