লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo Y300t Battery: এপ্রিলের আগে আরও একটি দারুণ ফোন আনছে Vivo, থাকবে 6500mAh ব্যাটারি | Vivo Y300t Launch Date

Published on:

Vivo Y300t চিনে ৩১শে মার্চ লঞ্চ হচ্ছে। এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি এবং MediaTek Dimensity 7300 প্রসেসর থাকবে।

সুমন পাত্র, কলকাতা: Vivo তাদের Y300 সিরিজের অধীনে একের পর এক মডেল বাজারে আনছে। গত বছর এই লাইনআপের অধীনে Y300 এবং Y300 Pro উন্মোচিত হয়েছে। আবার সম্প্রতি সংস্থা Y300i নামে আরও একটি স্মার্টফোন এনেছে। এছাড়াও, Y300 Pro+ চিনে ৩১শে মার্চ চীনে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, সংস্থার তরফে এখন জানানো হয়েছে যে Vivo Y300t নামের একটি নতুন মডেল এই মাসেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। নয়া ফোনটিতে চমৎকার ফিচার্স পাওয়া যাবে।

READ MORE:  ফিচারে ঠাসা iQOO Neo 9 Pro 5G ফোনে ৪০০০ টাকা ডিসকাউন্ট অফার, শুরু হয়েছে বাম্পার সেল

Vivo Y300t কেমন স্পেসিফিকেশন অফার করবে

ভিভো ওয়াই৩০০টি চিনে ৩১শে মার্চ লঞ্চ হবে। মডেলটির অন্যতম আকর্ষণ হবে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট দ্বারা পরিচালিত হবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। ফোনটিতে ৬.৭২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকতে পারে যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০৫০ নিট পিক ব্রাইটনেস অফার করবে।

READ MORE:  ২০২৫ সালে বাজেট-ফ্রেন্ডলি সেরা ১০ স্মার্টফোন, Redmi Note 15 সহ Vivo Y33s সব আছে লিস্টে

সামনের দিকে, একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সিস্টেম দেখা যেতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর অরিজিন ওএস ১৫ কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ভিভো ওয়াই৩০০টি-এর অন্যান্য ফিচার্সের মধ্যে থাকবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি আইআর ব্লাস্টার এবং আইপি৬৪ ওয়াটার রেজিট্যান্স।

READ MORE:  বাজার কাঁপাতে শীঘ্রই লঞ্চ হচ্ছে Asus Zenfone 12 Ultra, ফিচার জানুন

অন্যদিকে, একই দিনে লঞ্চ হতে চলা Vivo Y300t স্মার্টফোনে ১২০ হার্টজ কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লের, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,৩০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৭এস জেন৩ চিপসেট, সর্বাধিক ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে আশা করা হচ্ছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.