লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo Y39 5G Specification: বিদেশে জনপ্রিয় Vivo-র নতুন ফোন আসছে ভারতে, পাবেন 6500mah ব্যাটারি, দামেও সস্তা | Vivo Y39 5G Indian Price

Published on:

সুমন পাত্র, কলকাতা: ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে লঞ্চ হওয়া, Vivo Y39 5G এবার ভারতে আসতে চলেছে। ভিভো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু না জানালেও, একটি প্রতিবেদন এদেশে ফোনটির দাম ও মেজর ফিচার্স ফাঁস করেছে। বেশি খরচ না করেই স্লিম ও লাইটওয়েট ডিজাইনের এই স্মার্টফোনে বেশ কিছু উচ্চমানের বৈশিষ্ট্য পাওয়া যাবে, যার মধ্যে প্রথমেই ৬,৫০০ এমএএইচ ব্যাটারির নাম আসবে। পাওয়ার, পারফরম্যান্স, ও ড্যুরাবিলিটির মধ্যে ভারসাম্য বজায় রাখবে এই নতুন মডেলটি।

READ MORE:  জোর করে আইফোনের থেকে Nothing Phone 3a কে ভালো দেখানোর চেষ্টা, ধরা পড়তেই ক্ষমা চাইল কোম্পানি

ভারতে Vivo Y39 5G-এর দাম

টিপস্টার সুধাংশু আম্ভোরকে উদ্ধৃত করে এক্সপার্টপিক দাবি করেছে, ভিভো ওয়াই৩৯ ৫জি-এর ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে ১৬,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা। অন্যদিকে, ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের মূল্য ১৯,৯৯৯ টাকা হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে যে স্মার্টফোনটি লোটাস পার্পল এবং ওশান ব্লু রঙে উপলব্ধ হবে।

Vivo Y39 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো ওয়াই৩৯ ৫জি ৬.৬৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে ভারতে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডি+ (৭২০x১৬৮০ পিক্সেল) রেজোলিউশন, ও ১০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। নিরাপত্তার জন্য, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এটি ৫ বছরের ব্যাটারি হেলথ সার্টিফিকেশন পেতে পারে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ওএস ১৫ সফটওয়্যারে রান করবে।

READ MORE:  iPhone 17 Air Price: থাকবে না কোনো সিম ট্রে বা চার্জিং পোর্ট, সবচেয়ে পাতলা iPhone 17 Air এর দাম কত রাখা হবে | iPhone 17 Air SIM Tray Free Smartphone

ভিভোর এই ফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে। এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি + ২ মেগাপিক্সেল বোকে সেন্সর ও একটি রিং এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে বলে আশা করা হচ্ছে। আর সামনের দিকে, একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা উপলব্ধ হবে।

READ MORE:  অনবদ্য ক্যামেরার সঙ্গে ভারতে এন্ট্রি নিচ্ছে Vivo V50, অবশেষে টিজার প্রকাশ সংস্থার

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.