Vivo Y39 5G Specification: বিদেশে জনপ্রিয় Vivo-র নতুন ফোন আসছে ভারতে, পাবেন 6500mah ব্যাটারি, দামেও সস্তা | Vivo Y39 5G Indian Price
সুমন পাত্র, কলকাতা: ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে লঞ্চ হওয়া, Vivo Y39 5G এবার ভারতে আসতে চলেছে। ভিভো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু না জানালেও, একটি প্রতিবেদন এদেশে ফোনটির দাম ও মেজর ফিচার্স ফাঁস করেছে। বেশি খরচ না করেই স্লিম ও লাইটওয়েট ডিজাইনের এই স্মার্টফোনে বেশ কিছু উচ্চমানের বৈশিষ্ট্য পাওয়া যাবে, যার মধ্যে প্রথমেই ৬,৫০০ এমএএইচ ব্যাটারির নাম আসবে। পাওয়ার, পারফরম্যান্স, ও ড্যুরাবিলিটির মধ্যে ভারসাম্য বজায় রাখবে এই নতুন মডেলটি।
টিপস্টার সুধাংশু আম্ভোরকে উদ্ধৃত করে এক্সপার্টপিক দাবি করেছে, ভিভো ওয়াই৩৯ ৫জি-এর ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে ১৬,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা। অন্যদিকে, ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের মূল্য ১৯,৯৯৯ টাকা হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে যে স্মার্টফোনটি লোটাস পার্পল এবং ওশান ব্লু রঙে উপলব্ধ হবে।
ভিভো ওয়াই৩৯ ৫জি ৬.৬৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে ভারতে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডি+ (৭২০x১৬৮০ পিক্সেল) রেজোলিউশন, ও ১০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। নিরাপত্তার জন্য, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এটি ৫ বছরের ব্যাটারি হেলথ সার্টিফিকেশন পেতে পারে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ফানটাচ ওএস ১৫ সফটওয়্যারে রান করবে।
ভিভোর এই ফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে। এটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি + ২ মেগাপিক্সেল বোকে সেন্সর ও একটি রিং এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে বলে আশা করা হচ্ছে। আর সামনের দিকে, একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা উপলব্ধ হবে।
সুমন পাত্র, কলকাতা: কম বাজেটের মধ্যে Samsung ফোন নেওয়ার কথা ভাবলে, আমরা এই প্রতিবেদনে তিনটি…
ফ্লিপকার্টে শুরু হয়েছে ওএমজি গ্যাজেটস সেল। এই সেলে একাধিক স্মার্টফোন কম দামে বিক্রি হচ্ছে। আমরা…
সুমন পাত্র, কলকাতা: Samsung এই মাসের মার্চে Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৩শে মার্চ, রবিবার। আজকের রাশিফল (Today Horoscope) অনুযায়ী কেমন কাটতে চলেছে…
ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) স্বাস্থ্য বীমা খাতে প্রবেশের পরিকল্পনা করছে। কোম্পানিটি ২০২৫ সালের মার্চ…
Honda বিশ্বজুড়ে একাধিক দেশে টু-হুইলার বিক্রি করে। স্পোর্টস বাইক, ক্রুজার, অ্যাডভেঞ্চার ট্যুরার, রেট্রো মোটরসাইকেলের মতো…
This website uses cookies.