লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vodafone Idea 5G Launch 2025: মুম্বাইয়ের পর আরও চার শহরে Vodafone Idea-র 5G পরিষেবা, বিনামূল্যে ইন্টারনেট | Vi 5G New Cities List

Published on:

গত মাসে Vodafone Idea (Vi) মুম্বাইয়ে 5G পরিষেবা চালু করেছে। যারপর সংস্থার তরফে জানানো হয় যে, শীঘ্রই বিভিন্ন শহরে এই পরিষেবা পাওয়া যাবে। সেইমতো এখন আরও চারটি শহরে Vi 5G পরিষেবা চালু করা হচ্ছে। ভোডাফোন আইডিয়ার তরফে বলা হয়েছে যে, তারা বর্তমান ফ্রেমওয়ার্ককে উন্নত করার কাজ করছে এবং গ্রাহকরা অতিরিক্ত খরচ ছাড়াই হাই-স্পিড ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

READ MORE:  Airtel IPTV Plan: এক রিচার্জে ইন্টারনেট, ওটিটি সহ লাইভ টিভি পরিষেবা, এয়ারটেল লঞ্চ করল IPTV পরিষেবা | Airtel Launch IPTV Service Recharge Plan

আরও চার রাজ্যে পাওয়া যাবে Vi 5G পরিষেবা

ভোডাফোন-আইডিয়া নিশ্চিত করেছে যে, তারা নতুন শহরগুলিতেও হাই-স্পিড 5G সুবিধা দেবে। এই বিষয়ে একটি ব্লগ পোস্টও শেয়ার করেছে তারা। পোস্টে বলা হয়েছে যে সংস্থাটি এখন বিহার, দিল্লী, কর্ণাটক এবং পাঞ্জাবে নেক্সট-জেনারেশন 5G ইন্টারনেটের সুবিধা দেবে। এরজন্য 5G রোলআউট নিয়ে সরকারের দ্বারা নির্ধারিত মিনিমাম রোলআউট অবলিগেশন (MRO) এর নিয়ম মেনে চলা হবে।

READ MORE:  Jio recharge plan under 200: 200 টাকার কমে 90 দিনের ভ্যালিডিটি সহ ডেটা! কোটি কোটি গ্রাহকের চিন্তা দূর করল Jio ও Airtel | Airtel 90 days validity plan

নতুন রিচার্জ ছাড়াই 5G ইন্টারনেটের আনন্দ পাওয়া যাবে

ভোডাফোন আইডিয়া জানিয়েছে যে মুম্বাই এবং অন্যান্য নতুন শহরগুলিতে যেসব যোগ্য গ্রাহকরা 5G পরিষেবা গ্রহণ করবেন, তাদের কোনো অতিরিক্ত খরচ করতে হবে না। তবে এই সুবিধা সেইসব গ্রাহকরা পাবে, যাদের নম্বরে 299 টাকা বা তার বেশি মূল্যের প্ল্যান রিচার্জ করা আছে।

তবে জানিয়ে রাখি, 5G ডেটা পুরোপুরি ফ্রি নয় এবং 28 দিনে সর্বাধিক 300GB ডেটা ব্যবহার করা যাবে। Vi এর চেষ্টা হচ্ছে তাদের বর্তমান গ্রাহকদের খুশি রাখার পাশাপাশি নতুন গ্রাহকদের আকর্ষণ করা। আসলে, রিলায়েন্স জিও এবং এয়ারটেল উভয়ই বেশ কয়েকবছর আগে থেকে 5G পরিষেবা দিয়ে চলেছে। দেশজুড়ে তাদের 5G পরিষেবার সুবিধা কোটি কোটি ব্যবহারকারী পাচ্ছেন। এই কারণে অনেক গ্রাহক হারিয়েছে Vi।

READ MORE:  Jiohotstar Subscription: ১০০ টাকায় JioHotstar সাবস্ক্রিপশন, আইপিএল ম্যাচ ফ্রিতে দেখার সুযোগ দিচ্ছে Jio ও Airtel | Jio Airtel 100 Rupees Plan

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.