লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vodafone Idea Plans: গ্রাহকদের অসন্তোষে ৩৬০ ডিগ্রি ঘুরে সস্তায় SMS ও ভয়েস কলিং রিচার্জ প্ল্যান আনল Vodafone Idea | Vodafone Idea introduces two new sms voice call only prepaid plans

Updated on:

ডেটা যাদের প্রয়োজন নেই, তাদের জন্য ভয়েস কলিং এবং SMS এর সুবিধা-সহ রিচার্জ প্ল্যান নিয়ে আসার নির্দেশ দিয়েছিল ট্রাই (টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া)। সেই নির্দেশ মেনে জিও ও এয়ারটেল দু’দুটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করে। এবার ভোডাফোন আইডিয়াও দুটি কম দামি প্রিপেইড প্ল্যান আনল বাজারে। যার মধ্যে একটি প্ল্যানে পাওয়া যাবে ৩৬৫ দিন ভ্যালিডিটি।

উল্লেখ্য, ট্রাই-এর তরফ থেকে এই নির্দেশ আসার পর জিও, এয়ারটেল এবং ভিআই রিচার্জ প্ল্যান আনে। কিন্তু প্ল্যানগুলির উচ্চ দাম নিয়ে সরব হোন ব্যবহারকারীরা। ট্রাই-এর পক্ষ থেকে এই প্রিপেইড প্ল্যানগুলি পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া পরই দাম পরিবর্তন করে পুনরায় লঞ্চ করে টেলিকম কোম্পানিগুলি।

READ MORE:  বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত 5G স্পিড দিচ্ছে ভারতের Jio, বড় দাবি Ookla -র

ভিআই এর ৪৭০ টাকার প্রিপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই রিচার্জ প্ল্যানটির দাম হল ৪৭০। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৯০০টি ফ্রি SMS এর সুবিধা রয়েছে। SMS এর কোটা শেষ হলে প্রতি মেসেজে ১ টাকা ও এসটিডি SMS এ ১.৫ টাকা চার্জ করা হবে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।

READ MORE:  সাবস্ক্রিপশন ছাড়াই হটস্টারে বিনামূল্যে দেখুন KKR বনাম RR এর ম্যাচ, কীভাবে জেনে নিন

ভিআই এর ১৮৪৯ টাকার রিচার্জ

এটি একবার রিচার্জ করলে এ বছর আপনাকে আর মোবাইল রিচার্জ করতে হবে না। কারণ এটির ভ্যালিডিটি ৩৬৫ দিন। এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩৬০০টি SMS এর সুবিধা রয়েছে। তারপর কোটা শেষ হলে প্রতি SMS এ ১ টাকা চার্জ করা হবে।

বন্ধ হল ১৪৬০ টাকার রিচার্জ

READ MORE:  Jio Hotstar Subscription: ১৪০ টাকার কমে ৯০ দিন ভ্যালিডিটি সহ হাই স্পিড ইন্টারনেট ডেটা, Jio-র সেরা তিন প্ল্যান | Jio Internet Data Plan Price Under 140 Rupees

এক সপ্তাহ আগে ১৪৬০ টাকার একটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছিল ভোডাফোন আইডিয়া। যার ভ্যালিডিটি ছিল ২৭০ দিন। এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS এর সুবিধা ছিল। এদিন প্রিপেইড প্ল্যানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.