Volvo বাস পরিষেবা শুরু রাজ্য সরকারের, সামান্য খরচে ঘুরে আসুন পুরী, দিঘা সহ ৬ জায়গায়
সহেলি মিত্র, কলকাতা: গরমের আবহে পর্যটকদের জন্য রইল দারুণ সুখবর। আর মাত্র কিছু দিনের মধ্যেই স্কুল, কলেজে গরমের ছুটি পড়ে যাবে। এছাড়াও অনেক অফিস ছুটি থাকবে, রয়েছে হলিডে। আর এই সময়গুলিকে কাজে লাগিয়ে বাসে করে আপনি অনায়াসেই এখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। এর কারণ, পুরী, দিঘা-সহ ৬ রুটে এবার সরকারি ভলভো (Volvo) বাস পরিষেবা চালু করা হল। হ্যাঁ একদম। ঠিক শুনেছেন। এই গরমে যদি আপনারও দীঘা বা পুরীর সমুদ্রে একটু শরীর জুড়িয়ে নেওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে অনায়াসেই এই ভলভো বাস করে ঘুরে আসতে পারবেন।
শুধু দীঘা কিংবা পুরীই নয়, এই গরমের হাত থেকে রেহাই পেতে আপনি পাহাড়েও ঘুরে আসতে পারবেন বৈকি। নববর্ষের জন্য এই উপহার বাংলার সকল ভ্রমণপ্রেমীদের জন্য রইল। সব থেকে বড় কথা, এবার থেকে কাড়ি কাড়ি টাকা খরচ না করেই আপনি আপনার মনের মতো গন্তব্য থেকে ঘুরে আসতে পারবেন। জানা গিয়েছে, দীঘা, পুরী, মায়াপুর, তারাপীঠ, শিলিগুড়ি এবং পুরুলিয়াতে ভলভো বাস পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।
এবার আসা যাক ভাড়ার প্রসঙ্গে। এই প্রসঙ্গে পরিবহণ দপ্তরের কর্তারা জানাচ্ছেন, বেসরকারি বাসের ভাড়া থেকে সরকারি ভলভোয় ভাড়া ৩০ থেকে ৪০ শতাংশ কম হতে পারে। উদ্বোধনের দিন ঠিক হলেই অনলাইনে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
এতদিন দীঘা, পুরী, তারাপীঠ, শিলিগুড়ির মতো জনপ্রিয় রুটে বেসরকারি বাসগুলির রমরমা চোখে পড়ার মতো। তবে এবার সেই বাজার দখল করতে আসছে সরকারি ভলভো বাসগুলি মনে করা হচ্ছে। আরাম, পরিষেবা সহ নানা দিক থেকে বেসরকারি বাসকে টেক্কা দেবে এই সরকারি বাসগুলি বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। থাকবে না কোনো ডায়নামিক ভাড়ার সমস্যা। যে কোনো মরসুমই হোক না কেন, একদম স্থায়ী ভাড়া থাকবে সব রুটে। সূত্রের খবর, সাড়ে ৯ কোটি টাকা খরচ করে পরিবহণ দপ্তর ৯,৬০০ সিসির ছ’টি ভলভো বাস কিনেছে।
অত্যাধুনিক মডেলের এই বাসগুলিতে চালক ও কন্ডাক্টরের বসার জায়গা বাদ দিয়ে আরও ৪৩টি সিট রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলিতে রয়েছে পুশব্যাক সিট এবং রিডিং লাইট। সবকিছু ঠিকঠাক থাকলে কলকাতা টু মন্দারমণি ও বকখালি রুটেও সরকারি ভলভো বাস চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের বলে খবর।
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে যদি আপনি এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র।…
This website uses cookies.