Wagon R: প্রতিদিন বিক্রি ৫০০-র বেশি ইউনিট, একটানা ৪ বছর রাজত্ব করছে Maruti-র এই গাড়ি | 2024-25 Top Selling Car Of India
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে মুড়ি মুড়কির মতো বিক্রি হয়েছে দেশের অন্যতম বিশ্বস্ত ফোর হুইলার প্রস্তুতকারক সংস্থা Maruti Suzuki-র Wagon R মডেলটি। হ্যাঁ, প্রতিদিন কমপক্ষে 500 জন ক্রেতা এই অতি পরিচিত মডেলটি বাড়িতে নিয়ে গেছেন বলেই দাবি করেছে সংস্থা। Maruti Suzuki জানিয়েছে, 2024-25 অর্থবর্ষে মোট 1,98,451টি/ইউনিট Wagon R বিক্রি হয়েছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, প্রতিদিন কমপক্ষে 500 জনেরও বেশি ক্রেতার অন্যতম পছন্দ হয়ে উঠেছে Wagon মডেলটি।
গত বছরের একেবারে শেষ এবং চলতি বছরের একেবারে শুরুর দিকে Wagon R মডেলটির ওপর একাধিক স্টক ক্লিয়ারেন্স অফার চালু করেছিল Maruti Suzuki। সূত্র বলছে, একাধিক আকর্ষণীয় অফার ও স্বল্প মূল্যে গাড়ি বাড়িতে নিয়ে আসার সুযোগ থাকায় বিগত কয়েক মাসে বহু ক্রেতা Wagon R মডেলটি বুক করেছিলেন। আর সেই সূত্র ধরেই 2024-25 অর্থ বর্ষে লাভের মুখ দেখেছে সংস্থা।
এ প্রসঙ্গে Maruti Suzuki-র মার্কেটিং ও সেলস বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ ব্যানার্জী জানান, ভারতীয় ফোর হুইলারের বাজারে Wagon R একটি টেকসই ও নির্ভরযোগ্য নাম। দীর্ঘ 25 বছর ধরে মডেলটি গ্রাহকদের আস্থা যুগিয়ে এসেছে। 2024-25 আর্থিক বর্ষের রিপোর্ট অনুযায়ী, ভারতের বেশিরভাগ ক্রেতার পছন্দের গাড়ি হয়ে উঠেছে Wagon R।
সংস্থার ওই কর্মকর্তা আরও বলেন, বিগত কয়েক মাসে আমাদের এই মডেলটি গ্রাহকদের অন্যতম পছন্দ হয়ে উঠেছে। যার জেরে শেষ অর্থবর্ষে আমরা প্রায় 2 লক্ষ Wagon R বিক্রি করতে সক্ষম হয়েছি! ব্যানার্জীর শেষ সংযোজন, একটানা 4 বছর ধরে দেশের ফোরহূইলার বাজারে নেতৃত্ব দিয়ে এসেছে Wagon R। শুধু তাই নয়, বলা ভাল, বিগত 4 বছর ধরে দেশের সর্বাধিক বিক্রিত গাড়ি হয়ে উঠেছে Wagon R। হিসেব করে দেখতে গেলে, ভারতীয় পরিবার গুলির একটা বড় অংশের কাছে এই মডেলটি রয়েছে।
ভারতের সর্বাধিক বিক্রিত Maruti Suzuki Wagon R মডেলটি মূলত পেট্রোল ও CNG ভেরিয়েন্টে দেশের বাজারে উপলব্ধ। দেশের বেশিরভাগ ফোরহুইলার চালকের অন্যতম পছন্দের এই মডেলটির বর্তমান বাজার মূল্য 5.64 লাখ থেকে শুরু করে 7.47 লাখ(অন রোড প্রাইস)।
অবশ্যই পড়ুন: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক ট্যাক্সি পরিষেবা! কড়া নির্দেশ হাইকোর্টের
বলে রাখি, শেষবারের মতো গত মার্চে সংস্থা তাদের এই অতি পরিচিত মডেলটির ওপর স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট উপলক্ষ্যে 77,100 টাকা পর্যন্ত ছাড় দিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই বিশেষ ডিসকাউন্ট অফারের লোভেই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে সবচেয়ে বেশি WagonR বিক্রি করেছে সংস্থা।
আধার কার্ড বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়। নির্বাচন কমিশন এখন আধার…
শ্বেতা মিত্র, কলকাতা: নতুন মাসের শুরুতেই বড়সড় রেল দুর্ঘটনা এড়ানো গেল। আরেকটু এদিক ওদিক হলে…
ভারতে লঞ্চ হল নতুন 4G বাজেট স্মার্টফোন Poco C71। এর দাম শুরু হয়েছে ৬,৪৯৯ টাকা…
হোন্ডা কোম্পানি শিগগিরই ২৫০ কিলোমিটার রেঞ্জের একটি নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে, যার নাম…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত এক বছর ধরে ২৬ হাজার শিক্ষকের চাকরি (SSC) বাতিলকে ঘিরে সুপ্রিম…
সৌভিক মুখার্জী, কলকাতা: জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর, বিশেষ করে যারা ক্রিকেটপ্রেমী। কারণ বর্তমানে আইপিএলের…
This website uses cookies.