Wari Chora Tour Plan: ভারতে এক টুকরো ‘বালি’, বাংলার পাশেই রয়েছে স্বর্গের মতো সুন্দর এই জায়গা | Meghalaya SHillong Tourist Spot Wari Chora

শ্বেতা মিত্র, কলকাতাঃ বিদেশ ছাড়ুন। আমাদের দেশেই এমন অনেক জায়গা রয়েছে যেখানে গেলে মনে হবে, এটাই হয়তো স্বর্গ। ভারতের উত্তরে পাহাড়, দক্ষিণে সাগর, পশ্চিমে সাগর ও মরুভূমি পূর্বে সবুজ পাহাড়। ঝর্না, ঝোরা নদী রয়েছে অগুণতি। এমন প্রাকৃতিক বৈচিত্র্য আর কোথায় – এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি… । আজ আমরা এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি, যেখানকার ছবি দেখলে মনে হবে বিদেশের কোনো বর্ষা অরণ্য।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ঘুরে আসুন ভারতের ‘বালি’ থেকে

ইন্দোনেশিয়ার বালি নামের জায়গার কথা নিশ্চয়ই শুনেছেন। সোশ্যাল মিডিয়ার দৌলত্যে বালি এখন বিখ্যাত এক পর্যটন স্থল। আমাদের দেশেই এমন একটা জায়গা রয়েছে যেটা ইন্দোনেশিয়ার বালির থেকে কোনো অংশে কম তো নয়ই, বরং প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে টেক্কা দেওয়ার দাবি রাখতে পারে। কোথায় সেই জায়গা?

READ MORE:  India Vs England IML: চ্যাম্পিয়নস ট্রফির মাঝেই আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন শচীন, কখন কোথায় দেখবেন খেলা? | International Masters League T20 2025

জায়গাটা মেঘালয়ের শিলং থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে। শিলং যাওয়া তো সহজ। কিন্তু এরপরের রাস্তা অ্যাডভেঞ্চারে ভরপুর। ওয়ারী চোরা (Wari Chora) নামের এই জায়গা দক্ষিণ গারো পাহাড়ে অবস্থিত। শিলং ছড়িয়ে যেতে হবে অনেকটা। রাস্তার কিছুটায় রয়েছে এবড়োখেবড়ো পথ। আগে থেকে বলে রাখা ভালো, যারা বিভিন্ন নামী হোটেল বুক করে ঘুরতে অবস্থিত, তাঁদের জন্য এই জায়গায় যাওয়া একটু কষ্টসাধ্য হতে পারে। উঁচুনিচু রাস্তা, বেশ কিছুটা রাস্তা ট্রেক। তবে হ্যাঁ, একবার যদি এখানে পৌঁছে যান, তাহলে সেটা হবে লাইফটাইম মেমোরি।

READ MORE:  India Vs England: ভারতীয় হিসেবে প্রথম, বিশ্বে চতুর্থ! পুণেতে অজান্তে অবিস্মরণীয় রেকর্ড হার্দিকের | Hardik Pandya Made Big Record

ঘুরে আসুন ওয়ারী চোরা

সরু পথের দুই ধারে ঘন জঙ্গল। প্রকৃতি এখানে বেড়ে উঠেছে নিজের মতো করে। স্থানীয় গাইডের সাহায্য নিয়ে যেতে হবে। পথে দুই ধারে দেখতে পাবেন বহু নাম না জানা গাছগাছালির কোলাকুলি, পাখিদের কলতান। ধাপে ধাপে নেমে গিয়েছে ঝর্না। খাদের মাঝখান দিয়ে বয়ে চলেছে নীলচে সবুজ রঙের নদী। রয়েছে জল ভ্রমণের ব্যবস্থা। ঘন গাছ লতাপাতা, খাদের ফাঁক ফোঁকর দিয়ে চুঁয়ে পড়ছে রোদ। যেমনটা সিনেমায় দেখা যায়।

READ MORE:  বাতিল হবে এদের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক শুরুর আগেই হুঁশিয়ারি WBCHSE-র

জায়গাটা যেহেতু লোকবসতি থেকে অনেকটা দূরে, তাই পর্যটক সমাগম হাতেগোনা। নির্বিঘ্নে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে পারেন, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন। একবার ঘুরে আসুন। পরে গল্প বলার মতো রসদ পেয়ে যাবেন।

Scroll to Top