বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক বিতর্কের পারদ কম চড়েনি। তবে সমস্ত জল্পনা কাটিয়ে অবশেষে সিলমোহর পড়ল সম্ভাবনায়। সম্প্রতি রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় বাধ্যতামূলক করা হচ্ছে বাংলা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
পূর্ণতা পেল দীর্ঘদিনের দাবি
WBCS পরীক্ষার ক্ষেত্রে নেপালি, হিন্দি ও উর্দু ভাষা বেছে নেওয়ার সুযোগ ছিল এতদিন, তবে যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাজে নিযুক্ত হবেন তাঁদের বাংলা জানাটা আবশ্যিক!
এতদিন এই দাবি নিয়েই বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছিলেন অনেকেই। অবশেষে সেই দাবির পরিপ্রেক্ষিতে সবুজ সংকেত দিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অতি সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের তরফ একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, 2023 সালের 15 মার্চ এবং 2024 সালের 24 জুলাইয়ে পরীক্ষার স্কিম অ্যান্ড সিলেবাস বিষয়ক যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা চলতি বছর WBCS পরীক্ষার ক্ষেত্রে লাগু হতে চলেছে।
অবশ্যই পড়ুন: ভারতের সঙ্গে উত্তেজনার মাঝেই হাসপাতালে ভর্তি শেহবাজ শরীফ! মুখে কুলুপ আঁটল পাকিস্তান
মতামত দিয়েছে বাংলা পক্ষ
দীর্ঘদিনের দাবিতে সহমত জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। WBCS পরীক্ষায় বাধ্যতামূলক করা হয়েছে বাংলা ভাষাকে। আর এই ঘটনাকে বাংলা পক্ষের ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।
এদিন তাঁর বক্তব্য ছিল, হিন্দি বা উর্দু ভাষায় পরীক্ষা দিয়ে বাংলায় WBCS অফিসার নিয়োগ করা চলবে না। বাংলা ভাষার এমন জয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে গর্গ আরও বলেন, ভারতের প্রতিটা রাজ্যের সরকারি পরীক্ষায় সেখানকার ভাষাকে বাধ্যতামূলক করা হোক।