Weather: প্রেমের সপ্তাহে এবার কাঁটা হবে বৃষ্টি! ফের চড়বে পারদ, আগামীকালের আবহাওয়ার খবর | Rain In 2 Districts On Wednesday

প্রীতি পোদ্দার, কলকাতা: সপ্তাহ জুড়ে এখন চলছে প্রেমের উৎসব। ভালোবাসার মানুষকে গোলাপ, চকোলেটে ভরিয়ে দিচ্ছে কাছের মানুষ। দোকানগুলিতেও উপহারের পসরা সাজিয়ে ফেলেছে। সঙ্গে আবার চলছে বিবাহের মরশুম। কিন্তু এসবের মাঝে শীত মাঝখান থেকে পুরোপুরি বেপাত্তা। বিগত দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমলেও গতকাল সন্ধ্যে থেকেই বদলে গিয়েছে আবহাওয়ার (Weather) রূপ। আজ থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে রাজ্যে।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

আজ সকাল থেকেই বেশ বোঝা যাচ্ছে যে, আবহাওয়াবিদদের কথা মত আজ থেকে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সকালে একটু ঠান্ডা হাওয়া দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ গরম অনুভূত হচ্ছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ফের পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটেছে। যার ফলে শীতের এমন দফারফা। শীতের এই করুণ দুর্দশা দেখে রীতিমত হাত কামড়াচ্ছে শীত প্রেমীরা। তাহলে কি এই সপ্তাহেই টাটা বাই বাই হয়ে যাচ্ছে শীত! একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

READ MORE:  South Bengal Rain: দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? জানিয়ে দিল আবহাওয়া দফতর | Rain In West Bengal Weather Update

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। চলতি সপ্তাহেই শীতের বিদায় নেবে।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

READ MORE:  Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের ৬ জেলা! সঙ্গে ঝোড়ো হাওয়া, আগামীকালের আবহাওয়া | Heavy Rain And Thunderstorm Alert In West Bengal

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও উত্তরবঙ্গে বৃষ্টির লক্ষণ দেখা গিয়েছে। দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বাকি ছ’টি জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

READ MORE:  South Bengal Rain: ৬ জেলায় দুর্যোগ, দক্ষিণবঙ্গে দু'দিন পরপর বৃষ্টি, বাংলায় শীত ফিরবে আর? | West Bengal Winter And Rain Forecasting

আগামী তিনদিনে উত্তরবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। পরবর্তী দু’দিনে পারদ পড়তে পারে দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার এর একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।

Scroll to Top