Weather: শীতের বিদায় বেলায় টানা দু'দিন বৃষ্টির খোঁচা! নামবে পারদও, আবহাওয়ার আপডেট | Light Rain Will Happen In 2 Districts West Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: আজ সকাল থেকেই চারিপাশের আবহাওয়া (Weather) থেকে বেশ বোঝা যাচ্ছে যে, তাপমাত্রা খানিকটা বেড়েছে। সকালে একটু ঠান্ডা হাওয়া দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ গরম অনুভূত হচ্ছে। গতকাল রাত থেকেই গরম হাওয়া বইছে। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে ফের বাংলায়, তাই শেষ বেলাতেও শীতের এমন করুন অবস্থা দেখা গিয়েছে। একদিনে তাপমাত্রা কমছে প্রায় ৪ ডিগ্রি আবার অন্যদিকে কয়েকদিন পর তাপমাত্রা বাড়ছে প্রায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস।
অর্থাৎ শীত ভাব একেবারেই উধাও হয়ে গিয়েছে কলকাতায়। গতকাল অর্থাৎ সোমবার থেকেই বেড়েছে গরমের দাপট। তাই মঙ্গলবার সকাল থেকেও তেমন ঠান্ডা মালুম হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কয়েক দিন বাদে ফের তাপমাত্রা কমতে পারে। তবে তাতে শীত কতটা মালুম হবে, তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে আবার বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া দফতর। এমনকি কয়েক দিন বাদে ফের তাপমাত্রা কমার আশা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয়, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলা, যেখানে শীতে কাবু হয়েছিলেন বাসিন্দারা, সেখানেও তাপমাত্রা বাড়ল আরও কিছুটা। ১৫.২ ডিগ্রিতে পৌঁছেছে বাঁকুড়ার পারদ। শহরে বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ হয়েছে। এবং ন্যূনতম ৩৯ শতাংশ। এছাড়াও আগামী কয়েকদিন দুই ২৪ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ রয়েছে। গতকাল অর্থাৎ সোমবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পুর্বাভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.