Weather Forecast: কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৬ জেলায় অ্যালার্ট! আগামীকালের আবহাওয়া | Rain Thunderstorm Alert For This Districts

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও শেষ হয়নি ফেব্রুয়ারি মাস। তার আগেই গরম পড়ে গেছে বলা যায়। শীতের হালকা রেশটুকুই যা আছে, জাঁকিয়ে শীত আর একদমই নেই। বরং রোদ বাড়লে গরমও বাড়ছে অনেকটাই। তবে ফাল্গুন মাসের শুরুতেই আবহাওয়ায় (Weather) ফের বদল আসার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার রয়েছে। তবে সেই বৃষ্টির দৌলতে ফের শীত ফিরবে কিনা তা এখনও জানা যায়নি।

আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে হরিয়ানা ও আসামে। তার উপর নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা ঢুকেছে আজ। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। সব মিলিয়ে বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা গিয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ এর পরিমাণও বাড়বে। জানা গিয়েছে এই বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে এই সকল জেলাগুলোর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাই বাড়ি থেকে বেরোনোর সময় সাবধানতা মেনে চলতে হবে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হওয়ার পাশাপাশি দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি শুরু হবে। সেই সঙ্গে সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকবে উত্তরের তিন জেলা। দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে যার ফলে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে।

READ MORE:  আলুর পর চাল, বাংলায় হু হু করে বাড়ছে মিনিকেট, রত্নার দাম! এখন এক কেজি কত?

Scroll to Top