Weather News: লু থেকে রেহাই, দক্ষিণবঙ্গের ৫ জেলায় তেড়ে বৃষ্টি! আবহাওয়ার খবর | Rain In 4 Districts Of South Bengal
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে মিলতে চলেছে সেই সুখবর যেটার জন্য অপেক্ষা করছিলেন বাংলার মানুষ। অবশেষে বৃষ্টির মুখ দেখতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষ। আজ সোমবার থেকে বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা চোখে পড়ার মতো। গরম রয়েছে কিন্তু সেই গুমোট ভাবটা যেন কর্পূরের মতো উবে গিয়েছে। এদিকে এপ্রিল মাসের প্রথম দিকেই দুর্যোগের মুখে পড়তে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। নামবে স্বস্তির বৃষ্টি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
হাওয়া অফিস (Weather) সূত্রে খবর, বঙ্গোপাসাগরে নতুন করে এক সিস্টেমের সৃষ্টি হতে চলেছে। আর যার ভালোরকম প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ৪ এপ্রিলের পর থেকে বাংলার নামবে স্বস্তির বৃষ্টি। ফলে রোদ হোক কিংবা বৃষ্টি, ছাতা সঙ্গে রাখা কিন্তু আবশ্যক। এদিকে আগামী দুই দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ভূমিভাগে ঢুকবে আজ সোমবার থেকে। তাই স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আঞ্চলিক ভাবে বৃষ্টি হতে পারে এইসব জেলায়। ৪ এপ্রিল থেকে পশ্চিমের কয়েকটি জেলা পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পরের দিন অর্থাৎ ৫ এপ্রিল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আজকের আবহাওয়া সম্পর্কে যদি ধরা যায়, তাহলে সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এখন প্রশ্ন উঠছে, কবে তাপমাত্রা কমবে? ৪ এপ্রিলের পরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ তীব্র দহনজ্বালার মধ্যে ব্যাপক স্বস্তির খবর। অবশেষে দক্ষিণবঙ্গ ফের একবার বৃষ্টির মুখ…
Vivo প্রতি বছর তাদের S সিরিজের স্মার্টফোনগুলির দুটি জেনারেশন লঞ্চ করে। যেমন সংস্থাটি গত বছরের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩রা মার্চ, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ওয়ানপ্লাস একটি দুর্দান্ত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চলেছে, যার নাম OnePlus 13T। সংস্থা ইতিমধ্যেই…
রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা…
বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে…
This website uses cookies.