Weather Today: কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সঙ্গে শিলাবৃষ্টিও! দক্ষিণবঙ্গের ৬ জেলায় স্বস্তি, আজকের আবহাওয়া | South Bengal Rain, Thunderstorm And Hail Storm Alert
সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে বাংলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, কালবৈশাখী ও শিলাবৃষ্টি। হ্যাঁ আজ রবিবার অর্থাৎ ছুটির দিন থেকেই আমূল বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া (Weather Today)। আজ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র দুর্যোগের আভাস দিয়েছে আলিপুর। ফলে আপনারও যদি বাড়ি থেকে বেরনোর প্ল্যান হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।
রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এখানে শিলাবৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায় হাওয়ার গতিবেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। এ ছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেইসঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা জারি করা হয়েছে আলিপুরের তরফে।
রবিবার দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিত ব্যাপক পরিমাণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা জারি করা হয়েছে আলিপুর মৌসম ভবনের তরফে। এদিন ভারী বিশ্বাস সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ সোমবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। সোমবার কালবৈশাখী সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭০ কিলোমিটার অবধি হতে পারে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এদিন উত্তরবঙ্গের কিছু জেলায় আবার হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলায় খাবার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ এপ্রিল, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন জালিয়াতির ঘটনা বাড়ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই ভ্যাঁপসা গরমে আর বিদ্যুতের বিল নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, এই কাটাফাটা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যখন ব্যাঙ্কগুলি তাদের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সুদের হার দিনের পর…
উল্লু অ্যাপ বরাবরই তার সাহসী কনটেন্টের জন্য জনপ্রিয়। এবার আরও একবার দর্শকদের চমক দিতে হাজির…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: তলে তলে এত কিছু? চারিদিকে যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শুরু হল…
This website uses cookies.