Weather Today: ঘূর্ণাবর্ত, উচ্চ চাপ বলয়ের জেরে প্রবল দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গের ৩ জেলা! আজকের আবহাওয়া | Heavy Rain In South Bengal 3 Districts Weather Today
সহেলি মিত্র, কলকাতাঃ পয়লা বৈশাখের আগে প্রবল দুর্যোগের মুখে বাংলা। বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। সেইসঙ্গে কালবৈশাখীর দাপট তো রয়েইছেই। এদিকে টানা ঝড় বৃষ্টির ফলে ব্যাপক স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। যদিও এই স্বস্তি কতদিন থাকে সেই নিয়ে উঠছে প্রশ্ন। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের উপর সৃষ্টি হয়েছে দু’টি উচ্চচাপ বলয়। যার জেরে ব্যাপক দুর্যোগ শুরু হয়েছে বাংলাজুড়ে। এছাড়া দেশজুড়ে এক ধাক্কায় ৯টি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে আরও বৃষ্টি পাচ্ছে বাংলা। আজ রবিবারও জেলায় জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
প্রথমেই জেনে নেওয়া যাক আজ রবিবার ছুটির দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুরের বুলেটিন অনুসারে, এদিন কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সেইসঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
এবার বাকি জেলাগুলি যেমন পূর্ব বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবল ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
এবার জেনে নেওয়া যাক সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার কেমন থাকবে বাংলার আবহাওয়া সে সম্পর্কে। বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড় হাওয়া বইবে। বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিন উত্তরবঙ্গের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।
https://twitter.com/ImdKolkata/status/1911005758453412199?ref_src=twsrc%5Etfw” rel=”nofollow noopener
প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেফতার…
কখনো কি ভেবে দেখেছেন, মাত্র চার বছরে অল্প অল্প করে কিছু টাকা বিনিয়োগ করলেন, আর…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাতের মেট্রোয় (Kolkata Metro) এক মহিলার গায়ে অসৎ উদ্দেশ্যে হাত দিয়েছিলেন যুবক!…
সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন অর্থবছরের শুরুতেই বিরাট ঘোষণা কেন্দ্রের। ভারতীয় রিজার্ভ ব্যাংক সরকারের কোষাগার থেকে…
Samsung-এর ভারতের বাজারে বড় ইউজারবেস রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি প্রায় প্রতিটি সেগমেন্টে নিয়মিত নতুন…
বর্তমানে বিভিন্ন দামের LED TV পাওয়া যায়। তাই যারা কম খরচে ভালো ফিচারের টিভি কিনতে…
This website uses cookies.