সহেলি মিত্র, কলকাতাঃ একের পর এক অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের দৌলতে নতুন করে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। আগামী ১৮ এপ্রিল অবধি বাংলা সহ দেশের বিভিন্ন ভাগে ব্যাপক পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেইসঙ্গে ঝড়ের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আভাস দিল আলিপুর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বুলেটিন অনুযায়ী, একটি অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপর বিস্তৃত। অন্য আরেকটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড অবধি বিস্তৃত। এর ফলে জায়গায় জায়গায় ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বহু জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় হাওয়ার গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিমি। এদিন কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক এদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যপারে। বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পং জেলায়। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে শুক্রবারের আবহাওয়া? আলিপুরের বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরইসঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
Thunderstorm activity over the districts of West Bengal during 16th to 18th April 2025. pic.twitter.com/4jTxlQpoE2
— IMD Kolkata (@ImdKolkata) April 16, 2025