Weather Today: দক্ষিণবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের চোখরাঙানি, কেমন থাকবে কলকাতা? আজকের আবহাওয়া | Heat Wave In South Bengal 3 Districts Weather Today
শ্বেতা মিত্র, কলকাতা: গরমে হাঁসফাঁস করছেন বাংলার মানুষ। তাপমাত্রা যেন কমতেই চাইছে না। মাঝেমধ্যে দমকা হাওয়া দিলেও তারপর সেই যে কে সেই অবস্থা। তবে এখানেই কিন্তু শেষ নয়, আগামী দিন আরও গরম বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পারদ চড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি অবধি। আজ সোমবার থেকে আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও তৎসংলগ্ন জেলাগুলোতে আদ্র ও অসস্তিকর গরম অনুভব হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫-৩৭ ডিগ্রির আশেপাশে। ফলে আজ যদি আপনার বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে আজকের এই আর্টিকেলটি রইল আপনার জন্য।
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আজ সকাল থেকেই যেন মনে হচ্ছে সূর্য দেবতা নিজের ঝলক বেশি করে দেখাচ্ছেন। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এখন প্রশ্ন উঠছে, কবে তাপমাত্রা কমবে? ৪ এপ্রিলের পরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। যাইহোক, আগামী দুই দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ফলে তাৎক্ষণিকভাবে স্বস্তির কোনও সম্ভাবনা না থাকলেও, আইএমডি আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে, যার মধ্যে কলকাতাও রয়েছে । যদিও এতে খুব একটা সুশার হবে বলে জোর দিয়ে দাবি করা যাচ্ছে না।
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে।উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির পারদও চরড়িয়ে বাড়বে বলে খবর। বেশিরভাগের জন্য তাপ সহনীয় হতে পারে, শিশু, বয়স্ক এবং পূর্বে বিদ্যমান স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং তৃষ্ণার্ত না হলেও ঘন ঘন জল পান করে হাইড্রেটেড থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: এলাকার কাছাকাছি দূরত্বে টুকটাক যাতায়াতে সকলেরই প্রথম পছন্দ ছিল টোটো। রোদ বৃষ্টির…
সৌভিক মুখার্জী, কলকাতা: বসন্তের আমেজে চাঁদিফাটা গরমে দুর্বিষহ হয়ে পড়েছে গোটা দেশবাসী। তীব্র দাবদাহে ঘরে…
ফ্ল্যাগশিপ ফোন এবার সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। গতকাল Qualcomm তাদের নেক্সট জেনারেশন Snapdragon 8s Gen…
হিরো মটোকর্প (Hero MotoCorp) তাদের ভিডা (Vida) ব্র্যান্ডের অধীনে বৈদ্যুতিক স্কুটার বিক্রি করে৷ আর আপনি…
হেলমেট ব্যবহারে উৎসাহ দিতে এবং সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। সাম্প্রতিক কালে, হেলমেট না…
শ্বেতা মিত্র, কলকাতাঃ চৈত্রের কাঠফাটা গরমে পুড়ছে পশ্চিমের জেলাগুলি। বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া সহ…
This website uses cookies.