সহেলি সাঁতরা, কলকাতাঃ আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই বাংলাজুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে। সেইসঙ্গে বইবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ। পয়লা বৈশাখ আসতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। এদিকে চৈত্রের শেষ বেলায় বাংলাজুড়ে ব্যাপকহারে গরম পড়ছে। সেইসঙ্গে আবার বৃষ্টিও হচ্ছে। কিন্তু স্বস্তি যেন সেভাবে মিলছে না। তবে এবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমন এক বুলেটিন জারি করা হয়েছে যার পরে মুখে মাছি ঢুকে যাবে আপনারও। আজ বুধবার বাংলাজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। এদিন কোন কোন জেলা ভিজবে চলুন জেনে নেবেন ঝটপট (Weather Today)।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বুধবার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উল্লেখিত জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ থেকে পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বুধবার দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বেশি বৃষ্টি হবে। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় সেই সঙ্গে বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতেও।
তাপপ্রবাহের সম্ভাবনাও জারি
বৃষ্টিপাত সত্ত্বেও আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, আর্দ্রতার জেরে অস্বস্তি বাড়তে থাকবে। পাশাপাশি, এপ্রিলের মাঝামাঝি থেকে পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বছরের এই সময়ে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে।