Weather Today: বইবে ৫০-৬০ কিমি বেগে হাওয়া, ৫ জেলায় ব্যাপক শিলাবৃষ্টির আশঙ্কা, আজকের আবহাওয়া | Shila Bristi Hail Storm In South Bengal Weather Today

শ্বেতা মিত্র, কলকাতা: তৈরী হয়ে যান দুর্যোগে ভরা আবহাওয়া জন্য (Weather Today)। বৃহস্পতিবার সকাল থেকেই ফুরফুরে হাওয়া বইছে। সেইসঙ্গে মেঘে ঢেকে রয়েছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একের পর এক জেলায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে চলেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে। বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া সঙ্গী হবে শিলাবৃষ্টিও। ফলে দিন বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির কি পরিস্থিতি থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ থেকেই জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিন শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায়। বইবে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

READ MORE:  Weather Today: পশ্চিমী ঝঞ্ঝা, জোড়া ঘূর্ণাবর্তের দাপটে ফের পাল্টি খেল আবহাওয়া! ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি | North Bengal Rain Forecast Weather Today

এছাড়া বাকি জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ৪০-৫০ কিমি বেগে হাওয়া। উল্লেখ্য জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। তবে দু এক জায়গায় বৃষ্টি হলেও হতে পারে। সেই সঙ্গে বইবে হাওয়া।

READ MORE:  Weather Today: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, ভিজবে কলকাতাও! আবহাওয়ার খবর | Thunderstorm And Rain In South Bengal And Kolkata

আগামীকালের আবহাওয়া

এবার আসা যাক শুক্রবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। শুক্রবার দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ,বীরভূম, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায়। এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। সেইসঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে হাওয়া।

READ MORE:  Weather Update: দক্ষিণবঙ্গে ফের পারদ পতন, ইউ-টার্ন মারছে শীত? আজ বৃষ্টির সম্ভাবনা তিন জেলায় | Again West Bengal Temperature Will Fall 2-3 Degree
Scroll to Top