Weather today : ভরা মাঘেই শীত উধাও, দাপট থাকবে ঘন কুয়াশার, শুক্রবারের আবহাওয়া
শ্বেতা মিত্র, কলকাতা: ভরা জানুয়ারিতে শীতের বদলে যেন গ্রীষ্মকাল এসে হাজির হয়েছে। শীতের বদলে আকাশে সকাল থেকে দুপুর অবধি কালো। মেঘে ঢেকে থাকছে। সেইসঙ্গে বইছে গরমকালের মতো হাওয়া। আবহাওয়ার এহেন খামখেয়ালিপনা দেখে তাজ্জব সকলেই। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। আজ শুক্রবার সকাল থেকেও বাংলায় শীত যেন আচমকা গায়েব হয়ে গিয়েছে। কুয়াশার দাপট তো রয়েছে, কিন্তু শীত নেই। উল্টে হাওয়া বইছে। আকাশে দেখা দিচ্ছে কালো মেঘের আনাগোনা। ইতিমধ্যেই কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির গন্ডি পেরিয়ে গিয়েছে। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন ঝটপট।
প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের মতে, মাঘেই জাঁকিয়ে শীত বিদায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি মধ্যে ঘোরাফেরা করবে। স্বস্তি একটাই, আপাতত দুদিনের কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও তবে ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে। ঠান্ডা না থাকলেও আপাতত দক্ষিণবঙ্গেরে জেলাগুলিতে আজ থেকে আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে ভোর ও সকালের মধ্যে। সরস্বতী পুজো অবধি বাংলার আবহাওয়া এমনই থাকবে বলে খবর।
আজ মোটের ওপর ঠান্ডা থাকবে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও বাঁকুড়া জেলায়। তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৬ ডিগ্রির ঘরে। এছাড়াও শুক্রবার কুয়াশার দাপট থাকবে বাঁকুড়া, বীরভূম,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এই নিয়ে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে বিশেষ বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিন অনুযায়ী, আজ ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। এই জেলাগুলিতে সপ্তাহ শেষে ঘন কুয়াশা পড়বে, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি থাকবে। এছাড়া উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় বৃষ্টিপাত বা তুষারপাত হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে।
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন দক্ষিণবঙ্গে সূর্যের প্রখর রোদ এবং বাতাসে অত্যাধিক জলীয়বাষ্প (Weather Update)…
This website uses cookies.