Weather today: সরস্বতী পুজোর আগেই ফের জাঁকিয়ে শীত, কতটা নামবে তাপমাত্রা? আজকের আবহাওয়া | South Bengal Winter Weather Report today
পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমী ঝঞ্ঝার জেরে গতসপ্তাহের শেষে হঠাৎ করেই উধাও হয়েছিল শীত। তবে ইতিমধ্যেই সেটা কিছুটা ফিরেছে। আর এবার জানা যাচ্ছে ফের একবার বাংলায় এন্ট্রি নিচ্ছে ঠান্ডা। সকাল থেকেই হিমেল হওয়ার জেরে বেশ ঠান্ডার অনুভূতি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে আজ। কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক।
দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কয়েকদিগেরই কমতে পারে বলেই খবর মিলেছে শেষ আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত বুলেটিন থেকে। এছাড়া আজ কলকাতায় অল্প কুয়াশা থাকলেও বেলা বাড়তেই সেটা কেটে যাবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে।
তবে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ঘন থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। পুরুলিয়া ও বিষ্ণুপুরে তাপমাত্রা ১১-১২ ডিগ্রির কাছে নামতে পারে বলে আশা করা হচ্ছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।
আজ দার্জিলিংয়ে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও শিলাবৃষ্টি বা বলা ভালো তুষারপাতের সম্বাবনা রয়েছে বলে আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়া হালকা থেকেই মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উট দিনাজপুরে।
আগামীকাল অর্থাৎ বুধবার তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বললেই চলে। তবে দক্ষিণের উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, নাদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী কুয়াশা হতে পারে যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেরর জেলাগুলিতে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে।
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
মাহিন্দ্রা XUV700 ভারতীয় SUV বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। এর আধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত…
This website uses cookies.