Weather Today: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে! আজকের আবহাওয়া | Rain Kalbaisakhi In South Bengal Weather Today
শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলাজুড়ে চলছে ঝড়-বৃষ্টি। এদিকে এক নাগাড়ে ঝড় ও বৃষ্টির জেরে বাংলার পারদ বেশ খানিকটা কমেছে। সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। তবে এখানেই শেষ নয়, আজ থেকে আগামী তিন দিনের মধ্যে বাংলার তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি অবধি কমবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এরই সঙ্গে সপ্তাহের দ্বিতীয় দিনেও উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তেড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। ফলে আজ মঙ্গলবার বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই জেনে নিন কেমন থাকবে আবহাওয়া (Weather Today)।
প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। মঙ্গলবারও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা ও পশ্চিম বর্ধমান জেলায়। উক্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আগামী কাল যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভবনা। এর জেরে বৃষ্টি পাবে বাংলা।
এবার জেনে নেওয়া যাক কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। আলিপুরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। সঙ্গী হবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া।
কেমন থাকবে বুধবারের আবহাওয়া? এদিন দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন আবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। বাকি জেলা যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝেঁপে বৃষ্টি হবে।
মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে সম্প্রতি ভারতে এসেছে Motorola Edge 60 Fusion। কয়েকদিন আগে ছিল এর প্রথম…
Asus ভারতের বাজারে তাদের নতুন ল্যাপটপ সিরিজ ExpertBook P লঞ্চ করল। এই নতুন লাইনআপের অধীনে…
জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম PhonePe তাদের ব্যবহারকারীদের জন্য UPI Circle ফিচার নিয়ে এল। এই ফিচার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ই এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
আইকো গত সপ্তাহে ভারতের বাজারে iQOO Z10 5G ফোনটি লঞ্চ করেছে। এটি ৭৩০০ এমএএইচ ব্যাটারির…
অনর সম্প্রতি চীনে Honor Power 5G মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে…
This website uses cookies.