শ্বেতা মিত্র, কলকাতা: এক সময়ে যখন লাফিয়ে লাফিয়ে পারদ কমছিল, এখন তার ঠিক উল্টো হচ্ছে। মার্চ মাস পড়তে না পড়তেই গরমের ঠ্যালা কাকে বলে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন দক্ষিণবঙ্গের মানুষ। ভোর কিংবা রাতের বেলার ঠান্ডা ভাবও যেন কর্পূরের মতো উবে গিয়েছে। আজ সোমবারও বাংলায় সকাল থেকে বেশি গরম আবহাওয়া বিরাজ করছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া আপডেট অনুসারে, মার্চ মাসে পশ্চিমবঙ্গে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এছাড়া দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং কলকাতা সহ দক্ষিণাঞ্চলীয় জেলাগুলিতে পারদ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। যাইহোক, চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের আগামী পাঁচ দিন স্থিতিশীল সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার জন্য প্রস্তুত থাকা উচিত। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় সকালে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা কম থাকতে পারে। তবে বেলা বাড়তেই পারদও চড়বে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিসের এক কর্তা জানিয়েছেন, “দুর্ভাগ্যবশত, দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, যা দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত দেয়।”
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত সত্ত্বেও, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে।
আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।