Weather Today: উঠবে ঝড়, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! আজকের আবহাওয়া | Rain Possibilitiy In South Bengal 7 Districts Weather Today
সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার দুর্যোগের কালো ছায়া গ্রাস করতে চলেছে বাংলাকে। সপ্তাহভর দুর্যোগের পর এবার আজ সোমবার থেকে ফের একবার তেড়ে বৃষ্টি নামতে চলেছে জেলাগুলিতে। ভিজবে কলকাতা শহরও। আসলে দেশের নানা ভাগে নিম্নচাপ থেকে শুরু করে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বাংলা সহ বিভিন্ন রাজ্যে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও, একটি নিম্নচাপ উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পেরিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উপরে রয়েছে। আরেকটি নিম্নচাপ মধ্য আসাম থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উপরে অবস্থিত।
চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিনই কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সে সম্পর্কে। আলিপুরের বুলেটিন অনুযায়ী, এদিন ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে বলে খবর।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এই প্রসঙ্গে আলিপুর জানিয়েছে, সোমবার উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস।
এবার জেনে নেওয়া যাক মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ তেড়ে বৃষ্টি নামবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
এরইসঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস।
https://twitter.com/ImdKolkata/status/1911361121514295481?ref_src=twsrc%5Etfw” rel=”nofollow noopener
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের একটি রায়ে প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর জীবনে…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। সম্প্রতি রাজ্যের বিদ্যুৎ সংস্থার তরফ থেকে প্রচুর শূন্যপদে…
বিক্রম ব্যানার্জী, কলকাত: আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতার মাঝে অটুট ভারত-রাশিয়ার (Russia) বন্ধুত্ব। আর সেই সূত্র ধরেই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুমে কার্যত জীবন বাজি রেখে লড়ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক…
ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে রাখলে সুদ বাড়বে, এই বিশ্বাস নিয়ে অনেকেই এফডির দিকে ঝোঁকেন।…
সৌভিক মুখার্জী, কলকাতা: একবার কল্পনা করুন তো, আপনাকে ২৭২ কিলোমিটার পথ ট্রেনে পাড়ি জমাতে হবে,…
This website uses cookies.