Weather Today: উর্দ্ধমুখী তাপমাত্রার মধ্যেই ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া? | South Bengal Winter North Bengal Rain Forecasting

শ্বেতা মিত্র, কলকাতা: এসে গেল সেই দিন যেটার জন্য কার্যত প্রহর গুনছিলেন বাংলার মানুষ। শীতের আমেজ কাটিয়ে ফিরে এল গরম আবহাওয়া (Weather)। হ্যাঁ ঠিকই শুনেছেন। গরমের পর্ব ইতিমধ্যে সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার সকালের দিকে বাংলার অধিকাংশ জেলা কুয়াশায় ঢেকে থাকবে। তবে বেলা বাড়তেই গরমের আসল খেলা শুরু হবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গোটা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ক্রমাগত ৩০ ডিগ্রির ওপরে যেতে থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল জেলাগুলি থেকে শুরু করে সমস্ত জায়গায় ৩০ ডিগ্রী কাছাকাছি চলে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা আজ থেকে অনেকটাই বাড়বে। কোনওরকম শীত থাকবে না গোটা দক্ষিণবঙ্গে। তবে গরমের মধ্যেই আবার বাংলার কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে । হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভোরের দিকে হালকা শীত অনুভূতি হতে পারে এবং তার সাথে কুয়াশা থাকবে। তবে বেলা বাড়তে এই দুইই কেটে গিয়ে চোখ রাঙাবে গরম।

READ MORE:  Tomorrow's Weather: মুছে রাখুন ফ্যান, শীত কাটিয়ে ফেব্রুয়ারি থেকেই গরম! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? | South Bengal Weather Forecast

মঙ্গলবার মোটের ওপর ঠান্ডা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া জেলায়। তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে। বাকি জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে বলে আভাস দিয়েছে আলিপুর।  কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

READ MORE:  Tomorrow’s Weather: লেপ কম্বলের কাজ শেষ, এবার গরমের পালা! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া | South Bengal Weather Winter Update

উত্তরবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে সামান্য তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

আগামীকালের আবহাওয়া

জেনে নেওয়া যাক বুধবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। জানা গিয়েছে, এদিন ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায়। সতর্কতা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়।

READ MORE:  Weather Update: দোলের আগেই বৃষ্টি দুর্যোগ রাজ্যে! জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া | Rain Will Happen This Week In South Bengal
Scroll to Top