Weather Today: একধাক্কায় ফের অনেকটা কমল তাপমাত্রা, একাধিক জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া | West Bengal Winter Update
শ্বেতা মিত্র, কলকাতা: বাংলার আবহাওয়া নিয়ে এসে গেল ফের একটা সুখবর। ফের নিম্নমুখী কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের পারদ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে তাপমাত্রা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার সহ কয়েকটা দিন গোটা বঙ্গেরই আকাশ পরিস্কার থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সর্বনিম্ন প্রায় স্বাভাবিক থাকবে। আজ থেকে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে যার ফলে শীতের অনুভূতি হবে। যাইহোক, আজ জেনে নিন সারাটা দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কলকাতা সহ বেশ কিছু জেলা যেমন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে সকালের কুয়াশা থাকবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থাকতে পারে।
সপ্তাহান্তে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শীতের ঠান্ডা কেটে যাবে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে।
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ আবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ৯ জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার জেরে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের কিছু অংশে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন কুয়াশা ও শীত থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, পূর্ব বর্ধমান, হাওড়া, মালদা, কোচবিহার জলপাইগুড়ি,কালিম্পঙ জেলায়। একটি পশ্চিমী ঝঞ্ঝা দেশের পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছে এবং আরেকটি ৮ ফেব্রুয়ারি প্রবেশ করবে। বাংলাদেশ ও ভারতের রাজস্থানে দুটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই মৌসুমে বারবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে ঠান্ডা হাওয়া বিঘ্নিত হচ্ছে।
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষয় তৃতীয়ার আবহে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। বর্তমান সময়ে…
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চতার শিখরে উঠছে ভারতীয় রেল। এখন রেলে ভ্রমণ…
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
This website uses cookies.