সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে বাংলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, কালবৈশাখী ও শিলাবৃষ্টি। হ্যাঁ আজ রবিবার অর্থাৎ ছুটির দিন থেকেই আমূল বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া (Weather Today)। আজ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র দুর্যোগের আভাস দিয়েছে আলিপুর। ফলে আপনারও যদি বাড়ি থেকে বেরনোর প্ল্যান হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এখানে শিলাবৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায় হাওয়ার গতিবেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। এ ছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেইসঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা জারি করা হয়েছে আলিপুরের তরফে।
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিত ব্যাপক পরিমাণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা জারি করা হয়েছে আলিপুর মৌসম ভবনের তরফে। এদিন ভারী বিশ্বাস সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ সোমবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। সোমবার কালবৈশাখী সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭০ কিলোমিটার অবধি হতে পারে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এদিন উত্তরবঙ্গের কিছু জেলায় আবার হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলায় খাবার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা।