Weather Today: ছুটির দিনে ঝড়-বৃষ্টিতে জেরবার হবে দক্ষিণবঙ্গ, এই জেলাগুলোয় সতর্কতা, আজকের আবহাওয়া | South Bengal Rain Storm Forecast Today
শ্বেতা মিত্র, কলকাতা: এখনই দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছে না পশ্চিমবঙ্গ। আজ রবিবার অর্থাৎ ছুটির দিনেও কলকাতা শহরসহ বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এরইসঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়-বিরোধী ঘূর্ণাবর্তের কারণে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত রয়েছে এক অক্ষরেখা। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। যাইহোক, প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আজও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে।
রবিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
আইএমডি জানিয়েছে, দার্জিলিং জেলার এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। রবিবার পর্যন্ত উপ-হিমালয় জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এবার আসা যাক আগামীকাল অর্থাৎ সোমবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়। এরপর মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
This website uses cookies.