Weather Today: ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৪ জেলায়, কমবে পারদও! আজকের আবহাওয়া | Rain In South Bengal 4 Districts Weather Today
শ্বেতা মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Today)। বুধবার সকাল থেকেই দেখা মিলল মেঘলা আকাশের। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। সেইসঙ্গে বইবে দমকা হাওয়াও। ফলে আজকে যদি আপনারও বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে সঙ্গে ছাতা রাখতে কিন্তু ভুলবেন না। এছাড়া টানা বৃষ্টিপাত হওয়া জেরে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষ। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে।
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। এদিন দক্ষিণবঙ্গের ৪ জেলায় তেড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। সবথেকে বড় কথা, আগামী দু’দিনে বাংলার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লক্ষণীয়ভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও এই স্বস্তি স্বল্পস্থায়ী হবে বলে দাবি করেছেন মৌসম ভাবনের কর্মকর্তারা। দক্ষিণবঙ্গের কিছু জেলায় সম্প্রতি তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, যার ফলে আগে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল, যা এখন তুলে নেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা বাড়বে।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে আবহাওয়ার আসল খেলা। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি জেলায়। এছাড়াও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সেই সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে।
ভারতে কুইক কমার্সের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিষেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি বিভিন্ন আইটেম বাড়িতে…
ভারত সরকার দেশের দরিদ্র ও অভাবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন নিয়ে জরুরি খবর। মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন (Family Pension)…
আপনি যদি কম দামে নতুন LED TV কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রতিবেদন থেকে…
This website uses cookies.