Tomorrow's Weather: বিদায়ের প্রস্তুতি শুরু শীতের! লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা, আগামীকালের আবহাওয়া | South Bengal Weathr Winter Update
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই যেন ঘন ঘন বদল ঘটছে বাংলার আবহাওয়ার। ভোরের দিকে শীত, কুয়াশা তো আবার বেলা বাড়তেই চরম গরম। যাইহোক, আপাতত দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি সরে গিয়েছে, এদিকের ঝড়ের জেরে তাপমাত্রা কমছে। আগামী কয়েকদিন জেলার আবহাওয়া একই রকম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা থাকলেও আজ বুধবার থেকে ফের গরম বাড়তে চলেছে। তাহলে আর দেরি না করো চলুন দেখে নেওয়া যাক আজ বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার আপডেট।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে বাংলায় তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে, সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা উভয়ই স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। সবথেকে বড় কথা, সপ্তাহান্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪/২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। তাপমাত্রা প্রায় চার দিন স্থিতিশীল থাকবে।উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাত এবং দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর জানাচ্ছে, বুধবার ও বৃহস্পতি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে ৷ সপ্তাহের শেষে অর্থাৎ মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা ৩ থেকে ৪ সেলসিয়াস বাড়তে পারে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রায় বাড়বে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.