শ্বেতা মিত্র, কলকাতা: সুখের দিন শেষ, ফের একবার তড়তড়িয়ে বাড়তে চলেছে বাংলার পারদ। ইতিমধ্যে আবহাওয়ার উলটপুরাণ লক্ষ্য করা যাচ্ছে। আগামী কিছু দিনের মধ্যেই লু -এর মতো পরিস্থিতি দেখা দেবে বাংলায় বলে জানিয়েছে হাওয়া অফিস। আবার বৃষ্টির সম্ভাবনাও জারি করেছে আলিপুর মৌসম ভবন। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী আগামী চার দিনের মধ্যে বাংলার তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি অবধি বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে বলে খবর। ফলে আপনারও যদি উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে সেখানে যাওয়ার আগে দশবার ভেবে নিন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই সার্বিক ভাবে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। আজ কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন পারদ ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পর এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। শুক্রবার আবার উত্তরবঙ্গের ৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়ি জেলায়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জেলায়। আপাতত কয়েক দিন উত্তরের ৮ জেলাতে শুকনো আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘহীন থাকবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি
এদিকে উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়ে উঠছে, যার প্রভাব ২৬ থেকে ২৮ মার্চের মধ্যে দেখা যাবে। আবহাওয়াবিদদের মতে, এর সর্বাধিক প্রভাব পড়বে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। এই সময়কালে, এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত, তুষারপাত এবং তীব্র হাওয়া বইবার রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষ এবং পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগ খারাপ আবহাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছে।