Weather Today: দক্ষিণবঙ্গে ৪০-৫০ কিমি বেগে হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া | South Bengal Storm Thunderstorm Possibilities Weather Today

শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে গরম থেকে মুক্তি মিলতে চলেছে কয়েকদিনের তীব্র তাপদাহের পর, বাংলাজুড়ে স্বস্তির বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া। আজ মঙ্গলবার থেকে গরম কিছুটা কমবে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে ব্যাপারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওড়া, হুগলি-সহ বাকি জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

READ MORE:  Weather today: সরস্বতী পুজোর আগেই ফের জাঁকিয়ে শীত, কতটা নামবে তাপমাত্রা? আজকের আবহাওয়া | South Bengal Winter Weather Report today

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আগামীকালের আবহাওয়া

আপাতত বৃষ্টি চলবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলগুলিতে। পশ্চিমবঙ্গ ছাড়াও, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার মতো বেশ কয়েকটি উত্তর-পূর্ব রাজ্যেও ১৮ মার্চ পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমেও দমকা হাওয়া, বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

READ MORE:  Weather Today: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তেড়ে বৃষ্টি ৩ জেলায়, সঙ্গী বজ্রবিদ্যুৎ! আজকের আবহাওয়া | North Bengal Thunderstorm Rain Update

জানা গিয়েছে, আসাম, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্ণাটক ও তামিলনাড়ু উপকূল এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উনিশে মার্চ ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যে কারণে দফায় দফায় মুড বদল হচ্ছে দেশের আবহাওয়ার।

Scroll to Top