Weather Today: দিনভর দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, বইবে ৫০ কিমি বেগে ঝড়, আজকের আবহাওয়া | Rain, Thunderstorm In Several Districts Of South Bengal
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক আবহাওয়া বিরাজ করছে। আপাতত বাংলায় দুর্যোগ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পাশাপাশি কয়েকটি এলাকায় কালবৈশাখী হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। আপনিও কি জানতে ইচ্ছুক যে আজ মঙ্গলবার বাংলার জেলাগুলির আবহাওয়া (Weather Today) কেমন থাকবে? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
প্রথমেই জেনে নেওয়া যাক আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদীয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
এবার আলোচনা করে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হালহকিকত সম্পর্কে। এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। বৃষ্টির পাশাপাশি এই তিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে জেলাগুলিতে।
কেমন থাকবে বুধবারের আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে, এদিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্য সহ বৃষ্টিপাত হবে সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে।
ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবে ফের একবার ইন্টারনেটে ঝড় তুলেছেন। সম্প্রতি তার একটি ভিডিও…
সহেলি মিত্র, কলকাতা: উৎসবের আবহে লটারি লাগল লক্ষ লক্ষ সরকারি কর্মীর। আবারো এক দফায় ডিএ…
ভোজপুরি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনালিসা আবারও ইন্টারনেটের তাপমাত্রা বাড়িয়ে দিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার…
Nothing-এর সাব-ব্র্যান্ড CMF ভারতে তাদের দ্বিতীয় স্মার্টফোন CMF Phone 2 Pro লঞ্চ করল। এর দাম…
প্রীতি পোদ্দার, কলকাতা: এক সপ্তাহ আগে গত সোমবার ২০১৬ সালের এসএসসি (SSC) পরীক্ষায় যোগ্য অযোগ্যদের…
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
This website uses cookies.