Weather Today: দোলের দিন বাংলার ৩ জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া | South Bengal Heat Wave And North Thunderstorm Alert Weather Today
শ্বেতা মিত্র, কলকাতা: বাংলার আবহাওয়া (Weather Today) যেন গিরগিটির মতো রং বদলাচ্ছে। ভোরের দিকে ঠান্ডা তো সকাল ৯টা বাজতে না বাজতেই আবার কাঠফাটা রোদ, সেইসঙ্গে মাত্রাতিরিক্ত গরম। আবার বৃষ্টিও হচ্ছে। সেটা অবশ্য উত্তরবঙ্গে। আজ শুক্রবার আবার দোল পড়েছে। আর দোলের দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে উদগ্রীব সকলেই। বৃষ্টি হবে নাকি গরম থাকবে? এই বিষয়ে বড় তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা উর্দ্ধমুখী। রীতিমতো দাবদাহের পরিস্থিতি হবে দক্ষিণবঙ্গে। আজও গরম থাকবে। খুব সকালে এবং সন্ধেয় হালকা মনোরম আবহাওয়া থাকলেও, বেলা বাড়লে প্রখর রোদে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াবে। এদিন গরম থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে
এদিকে আবহাওয়া অফিস ১৬ মার্চ থেকে দুই থেকে তিন দিনের জন্য দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। আবহাওয়ার এক বুলেটিনে বলা হয়েছে, “এই অঞ্চলে মূলত শুষ্ক পশ্চিমা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফলস্বরূপ ১৬ মার্চ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।”
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। জানা গিয়েছে, আজ দোলের দিন উত্তরবঙ্গের কিছু জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জোরদার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়ি জেলায়।
তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। “পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বা তার বেশি হবে,” একজন আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, মার্চ মাসে তাপপ্রবাহ অস্বাভাবিক, তবে নজিরবিহীন নয়। এদিকে উত্তরবঙ্গে ঠান্ডা অব্যাহত থাকবে।
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
This website uses cookies.