Weather Today: ধেয়ে আসছে কালবৈশাখী, দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার ৭ জেলায়, আজকের আবহাওয়া | Rain Forecast In South Bengal Kalbaisakhi Alert Weather Today
সহেলি সাঁতরা, কলকাতাঃ আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই বাংলাজুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে। সেইসঙ্গে বইবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ। পয়লা বৈশাখ আসতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। এদিকে চৈত্রের শেষ বেলায় বাংলাজুড়ে ব্যাপকহারে গরম পড়ছে। সেইসঙ্গে আবার বৃষ্টিও হচ্ছে। কিন্তু স্বস্তি যেন সেভাবে মিলছে না। তবে এবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমন এক বুলেটিন জারি করা হয়েছে যার পরে মুখে মাছি ঢুকে যাবে আপনারও। আজ বুধবার বাংলাজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। এদিন কোন কোন জেলা ভিজবে চলুন জেনে নেবেন ঝটপট (Weather Today)।
হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বুধবার বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উল্লেখিত জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ থেকে পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে।
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বুধবার দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বেশি বৃষ্টি হবে। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া।
বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় সেই সঙ্গে বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতেও।
বৃষ্টিপাত সত্ত্বেও আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, আর্দ্রতার জেরে অস্বস্তি বাড়তে থাকবে। পাশাপাশি, এপ্রিলের মাঝামাঝি থেকে পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বছরের এই সময়ে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: অধিকাংশ মানুষই এমন জায়গায় টাকা রাখতে চায়, যেখানে মিলবে মোটা অঙ্কের রিটার্ন,…
সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই দ্রুত সেজে উঠছে পূর্ব রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন…
সহেলি মিত্র, কলকাতাঃ গুড ফ্রাইডের দিন বাংলাজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুপিসারে আমাদের ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Aliens)! এমন প্রসঙ্গ শোনা যায় প্রায়শই।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
অনার শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী ২৩…
This website uses cookies.