Weather Today: নিম্নচাপের সুবাদে দক্ষিণবঙ্গের ৭ জেলায় ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি, আজকের আবহাওয়া | Rain In South Bengal 7 Districts Weather Today
শ্বেতা মিত্র, কলকাতাঃ কালবৈশাখীর মতো পরিস্থিতি ও একটু হলেও বৃষ্টির দৌলতে স্বস্তি ফিরেছে বাংলার মানুষের মধ্যে। এদিকে আবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি সিস্টেম, যার কারণে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপ এলাকা। আর এর দৌলতে জেলায় জেলায় চলবে ঝড়-বৃষ্টির দাপট। আজ বুধবারও রেহাই পাবে না বাংলা (Weather Today)। ফলে কোন কোন জেলায় এদিন ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তা জেনে নিন ঝটপট।
বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেইসঙ্গে দমকা হাওয়াও বইবে।
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। বাকি জেলা যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝেঁপে বৃষ্টি হবে।
কেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃহস্পতিবার অঝোরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অপ্পো শীঘ্রই K12 সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Oppo K12s লঞ্চ করতে চলেছে। সংস্থার তরফে নিশ্চিত…
সরকারি কর্মীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর ৮ম বেতন কমিশনের ঘোষণা হয়েছে, যা প্রায় ১.১৫…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে ডিজেলের (Diesel) চাহিদা মুখ থুবড়ে পড়ছে। রাস্তায় পা দিলে এখনও…
Motorola সম্প্রতি ভারতে Moto Edge 60 Fusion এবং Edge 60 Stylus লঞ্চ করার পর এবার…
সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বাংলায় আরও এক নতুন রুট চালু…
২০২৫-এর ১লা মে থেকেই বদলে যাচ্ছে ভারতের টোল আদায়ের পদ্ধতি। FASTag এর জায়গায় এবার আসছে…
This website uses cookies.