Weather: শীতের বিদায় বেলায় টানা দু'দিন বৃষ্টির খোঁচা! নামবে পারদও, আবহাওয়ার আপডেট | Light Rain Will Happen In 2 Districts West Bengal
শ্বেতা মিত্র, কলকাতা: বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। সকালে কাঁপানো ঠান্ডা আর কুয়াশার দাপট, আবার দুপুর হতেই মেঘলা আবহাওয়া। নতুন সপ্তাহ থেকেই আরও বদলাতে শুরু করবে বাংলার আবহাওয়া। বৃষ্টি, ঝড়, বজ্রবিদ্যুৎ সবই হবে কলকাতা সহ বাংলার বেশ কয়েকটি জেলায়। কিন্তু তার আগে জেনে নিন আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই কেমন থাকবে বাংলার আবহাওয়া। বৃষ্টি হবে নাকি কাঁপানো ঠান্ডা বজায় থাকবে তা জেনে নিন ঝটপট।
প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। সেইসঙ্গে কিছু জেলায় ঠান্ডা ও কুয়াশা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাব-সহ একাধিক জেলায় ভোরের দিকে কুয়াশা পড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, কোনও কোনও জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে, আবার কোনও কোনও জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুকনো থাকবে। তবে এই শীতের ঠান্ডা বেশিক্ষণ থাকবে না কারণ পারদ আবার বাড়বে।
তবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কুয়াশার দাপট বাড়বে জেলাগুলিতে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।
আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফের ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সকাল এবং সন্ধেয় মনোরম পরিবেশ বজায় থাকবে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।
আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.