শ্বেতা মিত্র, কলকাতাঃ তীব্র দহনজ্বালার মধ্যে ব্যাপক স্বস্তির খবর। অবশেষে দক্ষিণবঙ্গ ফের একবার বৃষ্টির মুখ দেখতে চলেছে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বাংলার আবহাওয়া নিয়ে সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনিতে আইএমডি এ বছর এপ্রিল-জুনের মধ্যে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি গরমের পূর্বাভাস দিয়েছে, তাই বাংলার মানুষ এই নিয়ে চিন্তিত। কিন্তু এবার এবার চিন্তাকে জানান বিদায়, কারণ আজ বৃহস্পতিবার বাংলার বহু জেলায় বৃষ্টি নামবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। ফলে জেনে নিন বিশদে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়্গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে নামবে স্বস্তির বৃষ্টি। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। এছাড়া ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া তো রয়েইছেই। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফলে বাড়ি থেকে বেরনোর সময়ে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না। এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের মানুষকে তীব্র তাপদাহ থেকে সামান্য স্বস্তি দিতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে শনিবার এবং রবিবারও বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মালদাহে বৃষ্টি শুরু হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আচমকা কেন এরকম বদল ঘটল আবহাওয়ার?
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এই বিষয়ে আইএমডি জানিয়েছে, বেশ কয়েকটি অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র, আসাম ও বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া, ৩ এপ্রিল থেকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করবে।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত এবং ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় তীব্র হাওয়া বইবে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।