Weather Today: বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৫ জেলায় তেড়ে বৃষ্টি! আজকের আবহাওয়া | Vortex In Bay Of Bengal Rain Possibilities In 5 Districts Of South Bengal
শ্বেতা মিত্র, কলকাতাঃ তীব্র দহনজ্বালার মধ্যে ব্যাপক স্বস্তির খবর। অবশেষে দক্ষিণবঙ্গ ফের একবার বৃষ্টির মুখ দেখতে চলেছে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বাংলার আবহাওয়া নিয়ে সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনিতে আইএমডি এ বছর এপ্রিল-জুনের মধ্যে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি গরমের পূর্বাভাস দিয়েছে, তাই বাংলার মানুষ এই নিয়ে চিন্তিত। কিন্তু এবার এবার চিন্তাকে জানান বিদায়, কারণ আজ বৃহস্পতিবার বাংলার বহু জেলায় বৃষ্টি নামবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। ফলে জেনে নিন বিশদে।
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়্গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে নামবে স্বস্তির বৃষ্টি। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। এছাড়া ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া তো রয়েইছেই। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফলে বাড়ি থেকে বেরনোর সময়ে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না। এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের মানুষকে তীব্র তাপদাহ থেকে সামান্য স্বস্তি দিতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে শনিবার এবং রবিবারও বৃষ্টিপাত হবে।
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মালদাহে বৃষ্টি শুরু হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আচমকা কেন এরকম বদল ঘটল আবহাওয়ার?
এই বিষয়ে আইএমডি জানিয়েছে, বেশ কয়েকটি অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র, আসাম ও বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া, ৩ এপ্রিল থেকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করবে।
শুক্রবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত এবং ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় তীব্র হাওয়া বইবে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
This website uses cookies.