Weather today : ভরা মাঘেই শীত উধাও, দাপট থাকবে ঘন কুয়াশার, শুক্রবারের আবহাওয়া

শ্বেতা মিত্র, কলকাতা: ভরা জানুয়ারিতে শীতের বদলে যেন গ্রীষ্মকাল এসে হাজির হয়েছে। শীতের বদলে আকাশে সকাল থেকে দুপুর অবধি কালো। মেঘে ঢেকে থাকছে। সেইসঙ্গে বইছে গরমকালের মতো হাওয়া। আবহাওয়ার এহেন খামখেয়ালিপনা দেখে তাজ্জব সকলেই। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। আজ শুক্রবার সকাল থেকেও বাংলায় শীত যেন আচমকা গায়েব হয়ে গিয়েছে। কুয়াশার দাপট তো রয়েছে, কিন্তু শীত নেই। উল্টে হাওয়া বইছে। আকাশে দেখা দিচ্ছে কালো মেঘের আনাগোনা। ইতিমধ্যেই কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির গন্ডি পেরিয়ে গিয়েছে। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন ঝটপট।

READ MORE:  Weather Update: রেকর্ড গরমের সংকেত মার্চেই! হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা, আগামীকালের আবহাওয়া | Temperature May Increase In Mid Of March

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের মতে, মাঘেই জাঁকিয়ে শীত বিদায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি মধ্যে ঘোরাফেরা করবে। স্বস্তি একটাই, আপাতত দুদিনের কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও তবে ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে। ঠান্ডা না থাকলেও আপাতত দক্ষিণবঙ্গেরে জেলাগুলিতে আজ থেকে আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে ভোর ও সকালের মধ্যে। সরস্বতী পুজো অবধি বাংলার আবহাওয়া এমনই থাকবে বলে খবর।

READ MORE:  Winter Update: গরম অতীত, ফিরছে শীত! তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি অবধি, আবহাওয়ার খবর | South Bengal Winter Update

আজ মোটের ওপর ঠান্ডা থাকবে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও বাঁকুড়া জেলায়। তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৬ ডিগ্রির ঘরে। এছাড়াও শুক্রবার কুয়াশার দাপট থাকবে বাঁকুড়া, বীরভূম,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এই নিয়ে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে বিশেষ বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিন অনুযায়ী, আজ ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

READ MORE:  বন্ধ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের যোগাযোগকারী সেতু, দেখে নিন বিকল্প রাস্তা

আগামীকালের আবহাওয়া

শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। এই জেলাগুলিতে সপ্তাহ শেষে ঘন কুয়াশা পড়বে, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি থাকবে। এছাড়া উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় বৃষ্টিপাত বা তুষারপাত হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে।

Scroll to Top