Weather Today: লক্ষ্মীবারে বাংলার ৪ জেলায় আচমকাই ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়ার খবর | Rain Forecast In 4 Districts Of Bengal
শ্বেতা মিত্র, কলকাতা: ফের দুয়ারে এসে হাজির হল পশ্চিমী ঝঞ্ঝা। সেইসঙ্গে আবার দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। যে কারণে আজ বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়া (Weather) বদলে যেতে চলেছে বাংলার। যদি ভেবে থাকেন বৃষ্টি চলে গেল তাহলে সেগুড়ে বালি। আজ থেকেই ফের একবার বাংলার জেলায় জেলায় তেড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সেইসঙ্গে সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। ফলে আজ আপনারও যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না। যাইহোক, আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা, সেইসঙ্গে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২রা মার্চ। এদিকে আসামের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান এবং কেরালাতেও রয়েছে আরো ঘূর্ণাবর্ত। যে কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। যে কারণে ঝেঁপে বৃষ্টি হবে। না তবে দক্ষিণবঙ্গে নয়। আপাতত গরম থাকবে। সেইসঙ্গে জেলায় জেলায় ঘন কুয়াশাও থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, সকালে উপকূলের জেলাগুলিতে হালকা কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। মূলত পরিষ্কার আকাশ। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আর নেই।
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। ঝেঁপে বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে। বৃষ্টি ও তুষারপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। শুক্রবার থেকে আরও বৃষ্টি বাড়বে।
আগামী কয়েক ঘন্টায় ঘন্টায় উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেশিরভাগ অঞ্চলে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলার দু একটি অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.