শ্বেতা মিত্র, কলকাতা: দক্ষিণবঙ্গবাসীর জন্য দারুণ সুখবর। টানা কয়েকদিন গরম আবহাওয়ার (Hot Weather) পর ফের একবার পারদ পতন হতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নতুন করে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে চলেছে বলে খবর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বাংলায় গরমের দাপট কমবে এবং শীতল আবহাওয়া বিরাজ করবে। তবে আপাতত বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই। যাইহোক, আজ মঙ্গলবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে জেনে নিন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর জানাচ্ছে, আজ থেকে কিছুটা হলেও গরম কমবে। আজ থেকে চলতি সপ্তাহে গরম অনেক কম অনুভব হবে কলকাতায়। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ একটা হেরফের হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওযা রয়েছে। তবে দার্জিলিঙেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আগামীকালের আবহাওয়া
বুধবার উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং-এ বৃষ্টি হওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে।
শিয়রে ঘূর্ণাবর্ত
হাওয়া অফিস জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত। অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যদিও এর কোনও প্রভাব বাংলায় পড়বে কিনা সেটা জোর দিয়ে বলতে পারছে না আলিপুর।