Weather Today: শীতের মধ্যেই ফের ২ জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে বুধবারের আবহাওয়া? | South Bengal Winter and Rain Update
শ্বেতা মিত্র, কলকাতা: শীত নয়, ফের একবার গায়ে জ্বালা ধরানোর মতো গরম পড়তে শুরু করেছে বাংলায়। দিনের বেলা হোক কিংবা সন্ধেবেলা, গরমটা যেন ভালোরকম পড়তে চলেছে। স্বাভাবিকভাবেই সকলের একটা প্রশ্ন, সরস্বতী পুজোর আগেই তবে কি গরম পড়তে চলেছে বাংলায়? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বুধবার এবং আগামী এক থেকে দু’দিন ঠান্ডা, কুয়াশার দাপট থাকবে। তবে তারপর থেকে ফের একবার হু হু করে বাড়তে শুরু করবে তাপমাত্রা। যাইহোক, আজও ঠান্ডা ও কুয়াশার জন্য বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাহলে জেনে নিন কেমন থাকবে আবহাওয়া।
প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলায়। এই জেলাগুলি হল পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এবার আসা যাক কলকাতা শহরের পারদ কেমন থাকবে সে সম্পর্কে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে।
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া বুধবার কেমন থাকবে সে ব্যাপারে। জানা গিয়েছে, এদিন উত্তরবঙ্গে দুই জেলায় বৃষ্টি সেইসঙ্গে তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং ও কালিম্পঙ জেলা। বাকি জেলাগুলি যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে।
হাওয়া অফিসের মতে, বৃহস্পতিবার বাংলার আবহাওয়ার তেমন তারতম্য ঘটবে না। এদিন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এছাড়াও উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবারও ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে।
একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার দাপটে রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আগামী ২৯ শে জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি নতুন করে আরও দু’টি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। সেজন্য ফের বাংলার তাপমাত্রা উর্দ্ধমুখী।
প্রীতি পোদ্দার, মালদা: রাজ্য সরকার সাধারণ জনগণের চাহিদা পূরণের শর্তে একাধিক জনদরদী প্রকল্পের আয়োজন করে…
শ্বেতা মিত্র, কলকাতা: এপ্রিল মাস আসতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। এরই মাঝে সরকারি কর্মীদের…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 6 এপ্রিল পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় ইডেন থেকে সরছে KKR বনাম লখনউ…
সুমন পাত্র, কলকাতা: ২৭ মার্চ ইনফিনিক্স ভারতে লঞ্চ করতে চলেছে Infinix Note 50x। এটি একটি…
অঙ্কিতা মন্ডল, কলকাতা: Lava-এর সাব-ব্রান্ড ProWatch কিছুদিন আগে ভারতে ProWatch V1 লঞ্চ করেছিল। আজ থেকে…
শ্বেতা মিত্র, কলকাতা: নয়া বছরে এবার নতুন চমক দিল LIC। এবার দেশের সবথেকে বড় বীমা…
This website uses cookies.