Weather Today: সক্রিয় ঘূর্ণাবর্তের দৌলতে তুমুল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৯ জেলায়, আজকের আবহাওয়া | Rain And Thunderstorm In South Bengal 9 Districts Weather Today
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নামতে চলেছে ঝেঁপে বৃষ্টি। সঙ্গী হবে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ। মূলত নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের দৌলতে আচমকা বাংলার আবহাওয়ার মুড বদল হয়েছে। আপাতত সোমবার-মঙ্গলবার অবধি চলবে বৃষ্টি। শুক্রবারের মতোই আজ শনিবারও সকাল থেকে বাংলার জেলাগুলির আকাশের মুখ ভার। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর হবেও বৃষ্টি বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। হতে পারে কালবৈশাখীও। আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেবেন।
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। এদিন দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগণা ও পশ্চিম মেদিনীপুর। বৃষ্টির সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া। বৃষ্টি হবে কলকাতাতেও। উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে রয়েছে। এদিকে এর টানেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে এরকম আবহাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে বাংলায়।
এবার চলুন জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া এদিন শুষ্ক থাকবে। বড়জোর আকাশ মেঘলা থাকতে পারে।
রবিবার অর্থাৎ ছুটির দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস জারি করেছে আলিপুর। বুলেটিন অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে হাওয়ার গতিবেগ এদিন থাকতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা। রবিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং কলকাতায়।
হোন্ডা মোটরসাইকেলস অ্যান্ড স্কুটার্স ইন্ডিয়া (Honda Motorcycles and Scooters India) সম্প্রতি CB350RS বাইকের ২০২৫ মডেল…
বাজেট সেগমেন্টে এখন প্রতিযোগিতা চরমে। কারণ সমস্ত ব্র্যান্ডই ভ্যালু ফর মানি স্মার্টফোন বাজারে নিয়ে আসছে।…
ইন্টারনেটের এই যুগে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই উত্তেজনাপূর্ণ গানের ছড়াছড়ি। বিগত কয়েক বছরে বলিউডকে যদি…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। ভারতীয় সমর্থক তো বটেই, সেই সাথে দেশের…
হিরো মোটরসাইকেল (Hero Motorcycle) তাদের জনপ্রিয় এবং স্টাইলিশ বাইক Karizma এর পোর্টফোলিও বাড়াতে চলেছে। রিপোর্ট…
This website uses cookies.