Weather Today: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে! আজকের আবহাওয়া | Rain Kalbaisakhi In South Bengal Weather Today
শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলাজুড়ে চলছে ঝড়-বৃষ্টি। এদিকে এক নাগাড়ে ঝড় ও বৃষ্টির জেরে বাংলার পারদ বেশ খানিকটা কমেছে। সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। তবে এখানেই শেষ নয়, আজ থেকে আগামী তিন দিনের মধ্যে বাংলার তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি অবধি কমবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এরই সঙ্গে সপ্তাহের দ্বিতীয় দিনেও উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তেড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। ফলে আজ মঙ্গলবার বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই জেনে নিন কেমন থাকবে আবহাওয়া (Weather Today)।
প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। মঙ্গলবারও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা ও পশ্চিম বর্ধমান জেলায়। উক্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আগামী কাল যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভবনা। এর জেরে বৃষ্টি পাবে বাংলা।
এবার জেনে নেওয়া যাক কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। আলিপুরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। সঙ্গী হবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া।
কেমন থাকবে বুধবারের আবহাওয়া? এদিন দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন আবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। বাকি জেলা যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝেঁপে বৃষ্টি হবে।
সোনার বাজারে টানা পাঁচ দিন ধরে মূল্যহ্রাস অব্যাহত রয়েছে। আজ, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, সোনার…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের জঙ্গি হামলার ঘটনা এখনও দাগ কেটে…
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হল একটি নির্ভরযোগ্য সঞ্চয় প্রকল্প। ভারতের দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য আদর্শ। এটি…
যদি আপনি Jio ব্যবহারকারী হন এবং 200 টাকায় প্রায় 20 দিন পর্যন্ত চলবে এমন প্ল্যান…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি ট্রেনে করে কোথাও যাওয়ার প্ল্যান করছেন? ট্রেনের টিকিট (Train Ticket)…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশ্যে এসেছে আসন্ন সুপার কাপের (Super Cup 2025) সূচি। সোমবার ভারতীয় ফুটবল…
This website uses cookies.